ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারী ভোটারদের নিয়ে এমপি তুহিনের বৈঠক

প্রকাশিত: ০৬:০৪, ১১ ডিসেম্বর ২০১৮

নারী ভোটারদের নিয়ে এমপি তুহিনের বৈঠক

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১০ ডিসেম্বর ॥ সোমবার প্রতীক পাওয়ার পর ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনীত প্রর্থী আনোয়ারুল আবেদিন খান তুহিন নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছেন। প্রথম দিন উঠান বৈঠকের মধ্য দিয়ে প্রচারের আনুষ্ঠানিকতা শুরু করেন তিনি। এ সময় এমপি তুহিন উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নারী ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। জানা গেছে, এই আসনে নারী ভোটার রয়েছে ১ লাখ ৪৪ হাজর ৫ ‘শ ৮৫ জন। যা পুরুষ ভোটারের অর্ধেক। সোমবার উপজেলার সিংরইল ইউনিয়নের প্রায় ১০টি গ্রামে দিনব্যাপী নারী ভোটারদের কাছে অবিরাম ভোট প্রার্থনা করেন তিনি। এসময় তিনি শেখ হাসিনা সরকারের উন্নয়নের একটি ফিরিস্তি তুলে ধরেন। পরে বিকেল ৪টার দিকে জাহাঙ্গিরপুর ইউনিয়নে এক নির্বাচনী জনসভায় যোগ দেন।
×