ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্যারিবীয়রা জিততে আত্মবিশ্বাসী

প্রকাশিত: ০৬:০৯, ১১ ডিসেম্বর ২০১৮

ক্যারিবীয়রা জিততে আত্মবিশ্বাসী

স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে তেমন সুবিধা করতে পারেনি সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। বেশ সহজেই জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে এখন টাইগাররা আজ দ্বিতীয় ওয়ানডেতেও একই ফলাফল করে সিরিজ জিততে আত্মবিশ্বাসী। কিন্তু ক্যারিবীয় অলরাউন্ডার রোস্টন চেস দাবি করেছেন খুব ভালভাবে ঘুরে দাঁড়াবেন তারা। তার দাবি কোনভাবেই আজ সিরিজ জিততে পারবে না বাংলাদেশ, সে কারণে প্রথম ম্যাচের ভুলগুলো নিয়ে আলোচনা করে উন্নতি ঘটাবে ক্যারিবীয়রা এমন বিশ্বাসের কথাই জানিয়েছেন তিনি। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজে দারুণভাবে শুরু করতে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ঘরের মাটিতে ওয়ানডে ক্রিকেটে অধিকতর শক্তিশালী বাংলাদেশ। সেটার প্রমাণ ক্যারিবীয়রা খেলতে নেমে মাঠেই পেয়েছে। সহজ জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এই হারের কারণ হিসেবে চেস বলেন, ‘আমার মনে হয় খুব বেশি রান করতে পারিনি আমরা। ম্যাচের আগে আমরা আলোচনা করেছিলাম যে আনুমানিক ২৩০-২৪০ করতে হবে। আমরা তারচেয়ে কম করলাম এবং তার মূল্যও দিলাম। আমার শুধু মনে হচ্ছে আমাদের আরও দ্রুত পিচের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়াটা জরুরী। মাঝের ওভারগুলোয় আমাদের আরও ভাল করতে হবে এবং আরও বেশি স্কোর করার তাড়না থাকতে হবে।’ উইকেটের সঙ্গে মানিয়ে নিতে প্রথম থেকেই বেশ সংগ্রাম করেছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। আর তাতেই প্রত্যাশিত সংগ্রহ পায়নি দল। চেস বলেন, ‘আমার মনে হচ্ছে যে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আমাদের ব্যাটসম্যানরা কিছুটা বেশি সময় নিয়েছে। আর সেটাই আমাদের অনেক রান পিছিয়ে দিয়েছে। শুরুতে এবং মাঝের ওভারগুলোয় আমরা স্কোরিং এরিয়াগুলোয় মনোযোগ দিতে পারিনি। আমরা সেখানে আটকে ছিলাম এবং সেটাকে গতিময় করতে পারিনি যেমনটা আপনি বললেন ১৭১টি ডট বলের কথা। আমার মনে হয় না এটা আন্তর্জাতিক ক্রিকেটে গ্রহণযোগ্য।’ টেস্ট সিরিজে বাংলাদেশী স্পিনাররা দুই ম্যাচে ৪০ উইকেট তুলে নিয়েছেন ক্যারিবীয়দের। কিন্তু ওয়ানডেতে পেসাররা নিয়েছেন ৭ উইকেট। এ বিষয়ে চেস বলেন, ‘উইকেটের বিবেচনায় আমার কাছে মনে হয়েছে পেসাররা তাদের সুবিধার যথাযথ প্রয়োগ করেছে। তাদের গতিতে বৈচিত্র্য এনেছে এবং সেটাই তাদের অনেক সহায়তা দিয়েছে। তারা খুবই সোজাসুজি বল করেছে এবং আমাদের তেমন সুযোগই দেয়নি দ্রুতবেগে ব্যাট চালানোর। টেস্টে স্পিন অনেক বড় ভূমিকায় ছিল, কিন্তু আমার মনে হয় আজ (রবিবার) পেসাররা তাদের সক্ষমতা দেখিয়েছে।’ আজ হারলেই সিরিজ হাতছাড়া হবে ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু বিনা যুদ্ধে সেটা হতে দিতে চান না চেস। তার দাবি ভালভাবেই ঘুরে দাঁড়াবে উইন্ডিজরা, ‘কোন সুযোগ নেই (বাংলাদেশের সিরিজ জেতার)! আমরা অবশ্যই আমাদের পরিকল্পনা নিয়ে বসব এবং দেখব এ ম্যাচের কোথায় আমরা পেছনে পড়ে গেছি। সেটাতেই উন্নতির চেষ্টা করব। আমি কখনোই বলব না যে সিরিজ শেষ হয়ে গেছে। আমরা বেশ ভালভাবেই ঘুরে দাঁড়াতে যাচ্ছি। আমরা জানি যে ছেলেরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে।’
×