ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বার্সার প্রতিপক্ষ আজ টটেনহ্যাম

মেসিকে চ্যালেঞ্জ রোনাল্ডোর

প্রকাশিত: ০৬:১১, ১১ ডিসেম্বর ২০১৮

মেসিকে চ্যালেঞ্জ রোনাল্ডোর

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ ষোলোর টিকেট আরও আগেই নিশ্চিত করে ফেলেছে বার্সিলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচে আজ আবারও মাঠে নামছে কাতালান ক্লাবটি। প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার। নিজেদের মাঠ ন্যুক্যাম্পে ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব স্পার্শদের আতিথ্য দেবে আর্নেস্তো ভালভার্দের দল। বার্সার জন্য এই ম্যাচটা নিয়মরক্ষার হলেও টটেনহ্যামের অগ্নিপরীক্ষা। কেননা, প্রথম পাঁচ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। অবস্থান দুই নম্বরে। কিন্তু তিনে থাকা ইন্টার মিলানেরও পয়েন্ট সমান সাত। যে কারণে গ্রুপ পর্বের বাধা পার হওয়ার জন্য জয়ের বিকল্প নেই টটেনহ্যামের। অথচ বার্সিলোনা ঘরের মাটিতে গত পাঁচ বছরে গ্রুপ পর্বের কোন ম্যাচে পরাজয় দেখেনি। অন্যদিকে ইন্টার মিলান আজ খেলবে পিএসভির বিপক্ষে। তলানিতে থাকা দলটিকে নিজেদের মাঠে স্বাগত জানাবে ইন্টার। সেক্ষেত্রে ইন্টারের এই ম্যাচ জেতাটা সহজ। এছাড়াও আজ মাঠে নামছে প্যারিস সেইন্ট জার্মেই, লিভারপুল, এ্যাটলেটিকো মাদ্রিদ এবং মোনাকোর মতো দল। ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুল খেলবে নেপোলির বিপক্ষে। পিএসজিকে স্বাগত জানাবে রেড স্টার বেলগ্রেড। ‘এ’ গ্রুপে এ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে ক্লাব ব্রাগের সঙ্গে। আর মোনাকো মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ডের। ‘ডি’ গ্রুপে শালকে জিরো ফোর খেলবে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে। গালাতাসারে স্বাগত জানাবে পোর্তোকে। এদিকে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি, হালের সেরা দুই তারকা। গত এক দশক ধরেই ফুটবল বিশ্বে রাজত্ব করছেন তারা। পর্তুগীজ লীগ, ইংলিশ লীগ ও স্প্যানিশ লীগ খেলে বর্তমানে ইতালিয়ান লীগে খেলার চ্যালেঞ্জটা নিয়েছেন রোনাল্ডো। অন্যদিকে ক্যারিয়ারের শুরু থেকে এখনও স্পেনেই আছেন মেসি। এবার এ আর্জেন্টাইনকে ইতালিয়ান লীগে খেলার চ্যালেঞ্জটা নিতে বললেন রোনাল্ডো। চলতি বছরের শুরুতে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির জুভেন্টাসে যোগ দিয়েছেন সি আর সেভেন। শুরুতে কিছুটা সংগ্রাম করলেও ধীরে ধীরে মানিয়ে নিয়েছেন তিনি। এখন পর্যন্ত ১০ গোল দিয়ে লীগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। নতুন এ লীগে খেলার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন ইতালির শীর্ষস্থানীয় গণমাধ্যম গাজেত্তা দেল্লে স্পোর্তের সঙ্গে। ক্যারিয়ারের শুরু থেকেই মেসির সঙ্গে অনন্য এক দ্বৈরথ সৃষ্টি হয় রোনাল্ডোর সঙ্গে। বিশেষ করে লা লিগায় রোনাল্ডো যোগ দেয়ার পর থেকেই তা জমে ওঠে। আর এ দ্বৈরথটা উপভোগ করেন দুই তারকাই। তাই মেসিকে মিস করেন কি না তা জানতে চাওয়া হয় এ পর্তুগীজ তারকার কাছে। জবাবে জানান, ‘না, হয়তো সে (মেসি) আমাকে মিস করে। আমি ইংল্যান্ড, স্পেন, ইতালি, পর্তুগালে খেলেছি যেখানে সে শুধুই স্পেনে খেলে। হয়তো তার আমাকে বেশি প্রয়োজন। আমার কাছে জীবনটাই চ্যালেঞ্জের। আমি এটা পছন্দ করি। এবং আমি সবাইকে খুশি করতে পছন্দ করি। আমি তাকে বলব একদিন ইতালিতে এসে খেলতে। আমার মতো চ্যালেঞ্জটা গ্রহণ করতে। হয়তো সে ওইখানে ভাল আছে। আমি তাকে শ্রদ্ধা করি। সে দারুণ একজন খেলোয়াড়। ভাল একজন মানুষ। তবে আমি এখানে কোন কিছুই মিস করি না। এটাই আমার নতুন জীবন। আমি সুখী।’ ২০০৩ সালে স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রোনাল্ডো। এরপর টানা ছয় বছর খেলেন সে দলে। ২০০৭-০৮ মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগ জয়ের স্বাদ পান তিনি। এরপর ৮০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানইউ ছেড়ে যোগ দেন রিয়াল মাদ্রিদে। নয় বছর সে ক্লাবে খেলার পর চলতি মৌসুমে ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ খেলোয়াড়। আজ শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন ঢাকার পল্টনের ইনডোর স্টেডিয়ামে শুরু হবে। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, বাহরাইন, মরিশাস, ভিয়েতনাম এবং স্বাগতিক বাংলাদেশসহ মোট ১৪ দেশ থেকে ৯৪ পুরুষ এবং ৫৭ মহিলা খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
×