ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার বাজারে এলো পাম-স্মার্টফোন

প্রকাশিত: ০৬:২২, ১১ ডিসেম্বর ২০১৮

এবার বাজারে এলো পাম-স্মার্টফোন

ছোট আকৃতির নতুন স্মার্টফোনের বিক্রি শুরু করেছে পাম। ক্রেডিট কার্ড আকারের ১০ মিলিমিটার পাতলা ও ৯৬.৫ মিলিমিটার লম্বা এই ডিভাইসটিতে খুব বেশি ফিচার না থাকলেও পানি নিরোধী ফিচার ও শক্ত কাঁচ ব্যবহার করা হয়েছে এতে। চলতি বছরের অক্টোবরে নতুন এই স্মার্টফোনটি উন্মোচন করে পাম। ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে বলা হয়, ডিভাইসটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। এ্যান্ড্রয়েড চালিত ছোট এই ডিভাইসটির জন্য অনেক এ্যাপও পাওয়া যাবে। আর নোটিফিকেশনের ঝামেলা কমাতে এতে রয়েছে ‘লাইফ মোড’। আইফোন যুগ শুরু হওয়ার আগে বাজারে যে কয়টি স্মার্টফোন ব্র্যান্ড দাপটের সঙ্গে ছিল তার একটি হল ‘পাম’- যার বাংলা অর্থ হাতের তালু। প্রতিষ্ঠানের নতুন ক্ষুদ্রাকৃতির স্মার্টফোন একটি পূর্ণ আকৃতির ডিভাইসের ‘সঙ্গী ফোন’ হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। ৩.৩ ইঞ্চির ক্ষুদ্র এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৪৪৫-পিপিআই এলসিডি পর্দা। স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসরযুক্ত এই স্মার্টফোনে রয়েছে তিন জিবি র‌্যাম ও ৩২ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ। ডিভাইসটির ব্যাটারি পুরো এক দিন স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে। আর স্মার্টফোনটি স্ট্যান্ডবাই মোডে তিন দিন স্থায়ী থাকবে বলেও দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। আকারে ছোট হওয়ায় কিছু ফিচার বাদ দেয়া হয়েছে ডিভাইসটি থেকে। ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক রাখা হয়নি এতে। নতুন এই পাম স্মার্টফোনটির বাজার মূল্য বলা হয়েছে ৩৫০ ব্রিটিশ পাউন্ড। জরুরী অবস্থায় বা সাময়িকভাবে ডিভাইসটি ব্যবহার করা যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। -ওয়েবসাইট
×