ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অসুস্থতার গুঞ্জনের মধ্যে সিঙ্গাপুর গেলেন এরশাদ

প্রকাশিত: ০৬:২৬, ১১ ডিসেম্বর ২০১৮

অসুস্থতার গুঞ্জনের মধ্যে সিঙ্গাপুর গেলেন এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। নির্বাচনের আগে অসুস্থতা নিয়ে নানা গুঞ্জনের মধ্যে সোমবার রাত দশটা ৪৫ মিনিটে তিনি সিঙ্গাপুর যাত্রা করেন। সঙ্গে আছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। জাতীয় পার্টির প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন ক্ষমতা নতুন মহাসচিব মশিউর রহমান রাঙ্গার হাতে দিয়ে গেছেন এরশাদ। নিজের অবর্তমানে চেয়ারম্যানের সার্বিক সাংগঠনিক দায়িত্ব দিয়ে গেছেন সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের হাতে। এরশাদের অনুপস্থিতিতে হাওলাদারই জাতীয় পার্টির নেতৃত্ব পেলেন কিনা প্রশ্ন উঠেছে নেতাকর্মীদের মধ্যে। পার্টির নেতাদের বক্তব্য অনুসারে, রক্তে হিমোগ্লোবিন কমে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় গত কয়েক সপ্তাহ ধরেই এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। গত নির্বাচনের মতো এবারও নির্বাচনের আগে এরশাদের সিএমএইচে ভর্তির খবর কিছুটা রহস্যের জন্ম দিয়েছে। গুঞ্জনের মধ্যে জাতীয় পার্টির জোটসঙ্গী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত মাসের শেষে সাংবাদিকদের বলেছিলেন, এরশাদের অসুস্থতা রাজনৈতিক নয়। তিনি সত্যিই অসুস্থ। তাকে দুই-এক দিনের মধ্যে সিঙ্গাপুরে নেয়া হতে পারে। জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেছিলেন, এরশাদের অসুস্থতা এমন কিছু নয়। তিনি নির্বাচনে অংশ নেবেন। গত সপ্তাহে দায়িত্ব নেয়ার পর নতুন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার পর শারীরিক অবস্থা নিয়ে এরশাদ ভয়ে থাকেন। এ কারণে তাকে হাসপাতালে যেতে হয়। ঘুমের ডিস্টার্ব হলেও তিনি সিএমএইচে যান। বাসায় একা থাকেন বলে তার একলা লাগে, ভয় করে। তাছাড়া ইনফেকশনের ভয়ও আছে। মহাসচিব বলেছেন, এরশাদ এখন হান্ড্রেড পারসেন্ট ফিট থাকলেও চিকিৎসার জন্য তার দেশের বাইরে যাওয়া জরুরী। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব শেষ না করে তিনি দেশের বাইরে যেতে চান না। মহাজোটের আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হলেই তিনি বিদেশে যেতে পারেন। এরশাদের ভাই দলের কো-চেয়ারম্যান জিএম কাদের সেদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ৮৮ বছর বয়সে যতটা সুস্থ থাকার কথা, ততটা সুস্থ এরশাদ আছেন। তার চিকিৎসা নিয়ে ‘ধূম্রজালের’ কোন সুযোগ নেই। ডাক্তাররা যদি বলেন, এখানে উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে, তাহলে কেন তাকে নিয়ে যাব? তবে তারা যদি মনে করেন, এখানকার চিকিৎসা যথেষ্ট নয়, উনাকে সিঙ্গাপুরে নিয়ে যেতে হবে, তখন নিয়ে যাওয়া হবে। এটা নিয়ে আমরা উৎকণ্ঠিত নই।
×