ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসির সঙ্গে বৈঠক করে নিজেদের সক্ষমতার কথা জানিয়েছে র‌্যাব

প্রকাশিত: ০৭:৪০, ১১ ডিসেম্বর ২০১৮

ইসির সঙ্গে বৈঠক করে নিজেদের সক্ষমতার কথা জানিয়েছে র‌্যাব

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে নিজেদের সক্ষমতার কথা জানিয়েছে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এই বাহিনী তাদের সক্ষমতা ও নির্বাচনে কোন্ ধরনের দায়িত্ব পালন করতে পারবে তা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করে। র‌্যাবের সক্ষমতায় ইসি সন্তোষ প্রকাশ করেছে। সোমবার বিকেলে প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে র‌্যাব ছাড়াও আনসার, কোস্টগার্ড ও বিজিবির প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে এসব বাহিনী তাদের দায়িত্ব ও বাজেট নিয়েই বেশি আলোচনা করেন। বৈঠকে র‌্যাবের পক্ষ থেকে ‘পাওয়ার পয়েন্ট উপস্থাপন’ করা হয়। এতে এই বাহিনীর মোট সদস্য কিভাবে তারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন- এসব বিষয় তুলে ধরা হয় এবং র‌্যাবের সক্ষমতা জানানো হয়। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সাতদিন র‌্যাব মোতায়েনের কথা থাকলেও দেশের প্রত্যন্ত অঞ্চলে যাওয়া-আসায় আরও তিনদিন তাদের মাঠে থাকতে হবে বলে জানানো হয়। এর ফলে এই বাহিনী সাতদিনের পরিবর্তে ১০ দিনের অবস্থান হিসেবে তাদের বাজেট চাহিদা উপস্থাপন করে। এ বিষয়ে বৈঠকে অংশ নেয়া ইসির এক কর্মকর্তা বলেন, কমিশন র‌্যাবের সক্ষমতা জানতে চেয়েছেন। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। র‌্যাব তা কমিশনকে অবহিত করেছে। অন্য বাহিনীও তাদের কী পরিমাণ ফোর্স আছে, নির্বাচনে তারা কত সংখ্যক সদস্য মোতায়েন করতে পারবে তা ইসিকে জানিয়েছে। জানা গেছে, বৈঠকে র‌্যাব নির্বাচনে ৫১ কোটি ৬২ লাখ ৬ হাজার ৩৩০ টাকা বরাদ্দের চাহিদা দিয়েছে।
×