ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টের ভোট পেছালেন মে

প্রকাশিত: ০৮:১৬, ১১ ডিসেম্বর ২০১৮

ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টের ভোট পেছালেন মে

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে তার ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টে এমপিদের ভোটের নির্ধারিত সময় হঠাৎ-ই পিছিয়ে দিয়েছেন। পার্লামেন্টের ভোটাভুটিতে ব্রেক্সিট চুক্তিটি পাস না হওয়ার আশঙ্কা বেশি থাকার কারণেই ভোট পিছিয়ে দিলেন মে। এতে করে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পরিকল্পনা আরও অনিশ্চয়তায় পড়ল। খবর বিবিসির। মঙ্গলবারই পার্লামেন্টে ব্রেক্সিট নিয়ে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সোমবার তা পিছিয়ে দেয়ার পদক্ষেপে কয়েকটি পরিণতির পট প্রস্তুত হয়েছে। কোন চুক্তি ছাড়াই বিক্ষিপ্ত ব্রেক্সিট হওয়া থেকে শুরু করে যুক্তরাজ্যের ইইউ সদস্যপদ প্রশ্নে আরেকটি গণভোটও এ পরিস্থিতিতে অসম্ভব নয়। ব্রেক্সিট চুক্তি নিয়ে কমন্সে ভোট কখন হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী মে কিছু বলেননি। তবে তিনি বলেন, ২১ জানুয়ারির আগেই ভোট হতে হবে। মে সোমবার ভোট পেছানোর ঘোষণা দিয়ে পার্লামেন্টে বলেন, ‘আমরা মঙ্গলবার ভোটাভুটি করলে চুক্তিটি সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রত্যাখ্যাত হতে পারে। আর তাই এ সময়ে হাউসে বিভক্তির পথে পা না বাড়িয়ে ভোট পিছিয়ে দেয়া হচ্ছে।’ তবে মে তার চুক্তিটি যে সঠিক সে কথাও জোর দিয়েই বলেছেন। ব্রেক্সিট চুক্তিতে উত্তর আয়ারল্যান্ড নিয়ে এমপিদের উদ্বেগ আছে বলে মে স্বীকার করেছেন। এমপিদের এ উদ্বেগ আমলে নিলে এখনও চুক্তিটি পাস করাতে সক্ষম হবেন, এমনটিই বিশ্বাস করেন বলে জানিয়েছেন মে।
×