ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আহত এসআইয়ের মৃত্যু

প্রকাশিত: ০৮:১৬, ১১ ডিসেম্বর ২০১৮

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আহত এসআইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুর থানার এক এসআই সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা গেছেন। পুলিশের নিহত ওই এসআই’র নাম আব্দুর রহমান (৪৫)। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার পুলাইদ গ্রামের আব্দুল হালিমের ছেলে। শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম ও মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন জানান, প্রায় দেড় মাস আগে এসআই আব্দুর রহমান শ্রীপুর মডেল থানায় যোগদান করেন। শনিবার রাতে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় স্পেশাল নাইট ডিউটি’তে ছিলেন। মহাসড়কে টহলকালে রবিবার ভোর সাড়ে তিনটার দিকে পুলিশ সদস্যদের বহনকারী লেগুনাটি গড়গড়িয়া মাস্টারবাড়ী হতে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে লেগুনাটি মাওনা ফ্লাই ওভারের দক্ষিণ পাশে নোমান উইভিং কারখানার সামনে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় লেগুনাটি ময়মনসিংহগামী লেনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে পুলিশের এসআই আব্দুর রহমান গুরুতর আহত হয় এবং লেগুনার সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহত আব্দুর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল-হেরা হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে এসআই আব্দুর রহমান মারা যান।
×