ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পপি দেবী থাপা

টোকোপিডিয়া নিয়ে তানুজাইয়া

প্রকাশিত: ০৮:২৮, ১১ ডিসেম্বর ২০১৮

টোকোপিডিয়া নিয়ে তানুজাইয়া

সম্প্রতি সফট ব্যাংকসহ অনান্য বিনিয়োগকারীদের কাছ থেকে ১ বিলিয়ন ডলার নতুন বিনিয়োগ পেয়ে আলোচনায় এসেছে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস পিটি টোকোপিডিয়া। সব মিলিয়ে সাত বিলিয়ন ডলার মূল্যমান নিয়ে টোকোপিডিয়া এই মুহূর্তে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় স্টার্টআপ কোম্পানি। গবেষণা প্রতিষ্ঠান সিবি ইনসাইটের তথ্য এমনটাই জানাচ্ছে। খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা ৩৭-এ পা রাখা উইলিয়াম তানুজাইয়া টোকোপিডিয়ার প্রতিষ্ঠাতা। যারা পিতা ছিলেন একজন কারখানা শ্রমিক। তানুজাইয়া সাধারণ ইন্দোনেশীয়দের কাছে অনলাইন শপিংকে করেছেন সহজসাধ্য এবং জনপ্রিয়। বলা হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই মুহূর্তে সবচেয়ে বড় এবং দ্রুত বর্ধনশীল ইন্টারনেট অর্থনীতি হচ্ছে ইন্দোনেশিয়ার। বিশেষজ্ঞদের ধারণা ২০২৫-এ তাদের ইন্টারনেট বাণিজ্যের পরিমাণ দাঁড়াবে ৫৩ বিলিয়ন ডলারে। আর এই বাজারে আধিপত্য বজায় রাখতে তরুণ তানুজাইয়ার নেতৃত্বে কাজ করছে টোকোপিডিয়া। এমনকি চায়নিজ জায়ান্ট আলীবাবার সঙ্গে পাল্লা দিতেও প্রস্তুত তারা। বাণিজ্য বিশ্লেষক ওসমান আক্তারের মতে সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্টারনেট বাণিজ্যে টোকোপিডিয়া একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আর বিনিয়োগকারীদের ভরসা বলে দিচ্ছে তাদের সামনে অপেক্ষা করছে উজ্জ্বল ভবিষ্যত। আলোচিত সফট ব্যাংক চুক্তির মূল কোম্পানি সফট ব্যাংকের প্রতিষ্ঠাতা বিলিওনিয়ার ব্যবসায়ী মাসাইওসি সনের সঙ্গে তানুজাইয়ার প্রথম সাক্ষাতকে বলা হয় টোকোপিডিয়ার জন্য টার্নিং পয়েন্ট। যেটি ঘটেছিল ২০১৪ সালে, যখন তানুজাইয়া ইন্দোনেশিয়ায় একটি অনলাইন শপিং হাব প্রতিষ্ঠার জন্য বিনিয়োগ সংগ্রহের চেষ্টা করছিলেন। জীবনের মোড় ঘোড়ানো সেই সাক্ষাতকার সম্পর্কে তানুজাইয়া বলেন, অন্যরা কেবল আমার অতীতের কথা জানতে চাইত। যে অতীত বদলানোর কোন ক্ষমতা আমার ছিল না, তা জেনেই তারা আমাকে প্রত্যাখ্যান করত। এ ক্ষেত্রে ব্যতিক্রম মাসাইওসি সন। তিনি আমার অতীতের পরোয়া না করে জানতে চেয়েছিলেন আমার ভবিষ্যত স্বপ্নের কথা। কেবল ২০১৮ তে টোকোপিডিয়ার বাজার মূল্য বেড়েছে ৩ গুণ। অনলাইনে পণ্য ক্রয়-বিক্রয়ের পাশাপাশি টোকোপিডিয়া ট্রেনের টিকেট বিক্রয়, মোবাইল টপ-আপের মতো সেবা দিয়ে থাকে। উইলিয়াম তানুজাইয়ার জন্ম উত্তর সুমাত্রার পেমাটাং সিয়ানতারে ১১ নবেম্বর ১৯৮১ সালে। স্থানীয় বিদ্যালয়ে পড়ালেখা শেষে জাকার্তার বিনা নুসানতারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। পড়ালেখার খরচ চালাতে সেখানকার এক ইন্টারনেট ক্যাফেতে প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করতে হয়েছে তাকে। ২০০৩-এ ¯œাতক সম্পন্ন করার পর ৩ বছর চাকরি করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। ২০০৭ এ বন্ধু এডিসনকে সঙ্গে নিয়ে শুরু করেন টোকোপিডিয়া নামে একটি ই-কমার্স স্টার্টআপ। যার কাজ হবে বিনামূল্যে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংযোগ স্থাপন। সে বছরই তার বাবার ক্যান্সার ধরা পড়ে, তাকে সামাল দিতে হয় পারিবারিক বিপর্যয়। ৬ ফেব্রুয়ারি ২০০৯ এ টোকোপিডিয়ার অফিসিয়াল যাত্রা শুরু হলেও এটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় সে বছরের ১৭ আগস্ট। তানুজাইয়া ইন্দোনেশিয়ার ই-কমার্স এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। ইয়াং-গ্লোবাল লিডার হিসেবে ইন্দোনেশিয়ায় প্রতিনিধিত্ব করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। এ মুহূর্তে তানুজাইয়া প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা করছেন ২০ লাখেরও বেশি ব্যবসায়ী। তার কোম্পানির ডিজিটাল ওয়ালেট ‘টোকোক্যাশ’ ব্যবহার করেন ৪ মিলিয়নের বেশি ব্যবহারকারী। নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান করেছেন ১৫শ’ এর বেশি কর্মীর।
×