ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএনপি দলীয় প্রার্থীর গাড়িতে অস্ত্র নিয়ে হামলা, আহত ৭

প্রকাশিত: ০৮:৪৩, ১১ ডিসেম্বর ২০১৮

বিএনপি দলীয় প্রার্থীর গাড়িতে অস্ত্র নিয়ে হামলা, আহত ৭

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১০ ডিসেম্বর ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ পশুহাটের কাছে চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী শরীফুজ্জামান শরীফের দুটি প্রচার গাড়িতে দেশী অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় দুটি গাড়ি ভাংচুর করা হয়। ওই মুহূর্তে হামলায় ৭ জন নেতাকর্মী আহত হয়। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সোয়া ৯টার দিকে। এ ঘটনার ব্যাখ্যা দিতে বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ রাত সোয়া ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ বলেন, তিনি নির্বাচনী প্রচার কাজ শেষে আলমডাঙ্গা উপজেলা থেকে ফিরছিলেন। এ সময় জেহালা ইউনিয়নের মুন্সীগঞ্জ পশুহাটের কাছে ২-৩শ’ লোক জয়বাংলা স্লোগান দিয়ে লাঠিসোটা ও দেশী অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। তিনি জানান, স্থানীয় খাদিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল ও যুবলীগ নেতা হাট মালিক হান্নান এবং শিলনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এতে চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, জেলা যুবদল সদস্য ছোটন ও রুবেল, জেলা ছাত্রদল সদস্য মিশা ও সোহেল, দুজন গাড়ি চালক জাহাঙ্গীর ও কাজল আহত হন। এ সময় দুটি গাড়ি (ঢাকা মেট্রো চ-৫৩-৩৬০০ ও ১৩-৬২৪৯) ভাংচুর করা হয়।
×