ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রনির স্লোগান ‘মা’র নাম বাংলাদেশ’

প্রকাশিত: ০৮:৫৪, ১১ ডিসেম্বর ২০১৮

রনির স্লোগান ‘মা’র নাম বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার ॥ শহীদ মিনারের সুরক্ষা এবং শ্রদ্ধায় গত বছর প্রকাশ পায় আসাদুজ্জামান রনির প্রথম স্লোগান ‘বিদ্বেষী’। তার এ স্লোগান প্রতিবাদের ভাষা হয়ে ফিরেছে মানুষের মুখে মুখে। প্রশংসিত সেই স্লোগানের সূত্র ধরে এবার স্লোগান সিরিজের দ্বিতীয় পরিবেশনা আসছে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। তিনি এই স্লোগানের নাম দিয়েছেন ‘মা’র নাম বাংলাদেশ’। স্লোগানের অডিও ও ভিডিও নির্দেশনা সমন্বয় করেছে ব্যান্ড ‘স্লোগান’ ‘মা’র নাম বাংলাদেশ’ স্লোগানের সুর করেছেন যাদু রিছিল, লেখা ও কণ্ঠ রনি নিজেই। পেশায় শিক্ষক রনি কাজ করেন সংস্কৃতির নানা মাধ্যমে। লাল-সবুজ পতাকার ক্রীতদাস হয়ে বাঁচার আকুতি নিয়ে, স্বপ্নপূরণের দায়বদ্ধতায় সেøাগান মুখর থাকতে চাওয়া রনির দ্বিতীয় স্লোগান তার নিজস্ব ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।
×