ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দিলওয়ার এইচ চৌধুরী ব্যাংক এশিয়ার নতুন স্বতন্ত্র পরিচালক

প্রকাশিত: ০৯:০৫, ১১ ডিসেম্বর ২০১৮

দিলওয়ার এইচ চৌধুরী ব্যাংক এশিয়ার নতুন স্বতন্ত্র পরিচালক

দিলওয়ার এইচ চৌধুরী সম্প্রতি ব্যাংক এশিয়ার একজন স্বতন্ত্র পরিচালক নির্বাচিত হয়েছেন। দেশের ব্যাংকিং সেক্টরে তিনি একজন পেশাদার ব্যাংকার হিসেবে সুপরিচিত। তিনি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের ৮টি দেশে ৩৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন। এর মধ্যে দি সিটি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন হচ্ছে অন্যতম। তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ- তিন দেশের তিনটি ব্যাংকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন তার অভিজ্ঞতায় একটি বিশেষ মাত্রা যোগ করেছে। -বিজ্ঞপ্তি জামদানি বাজারজাতে লাগবে জিআই সনদ অর্থনৈতিক রিপোর্টার ॥ রেশমী সুতা থেকে তৈরি মসলিন জামদানি। বেশ কয়েক বছর ধরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে সোতাসী-মজুরদিয়া গ্রামে চলছে তাঁতীদের বিরামহীন কাজ জামদানি উৎপাদন ও বাজারজাত করতে ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ লাগবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুল হালিম। গত রবিবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে (বিসিক) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। তারাব, রূপগঞ্জ ও নারায়ণগঞ্জে জিআই নিবন্ধন সনদ বিতরণ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর এবং বিসিক যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ৬৬ জন জামদানি তাঁতী ব্যবসায়ীর হাতে জিআই নিবন্ধন সনদ তুলে দেয়া হয়।
×