ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিটের সিদ্ধান্ত বাতিল করতে পারবে যুক্তরাজ্য

প্রকাশিত: ০৯:০৬, ১১ ডিসেম্বর ২০১৮

ব্রেক্সিটের সিদ্ধান্ত বাতিল করতে পারবে যুক্তরাজ্য

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বিচ্ছেদ চুক্তি (ব্রেক্সিট) বাতিল করতে পারবে যুক্তরাজ্য। এতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সম্মতির দরকার হবে না। সোমবার এ সংক্রান্ত একটি রুল জারি করেছে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস। এর আগে ইইউয়ের অন্য সদস্য দেশগুলোর অনুমতি না নিয়ে যুক্তরাজ্য ব্রেক্সিট সিদ্ধান্ত বাতিল করতে পারবে কিনা- এ বিষয়ে ইসিজের রুলিং (মতামত) চেয়েছিলেন যুক্তরাজ্যের ব্রেক্সিটবিরোধী একদল রাজনীতিক। যার পরিপ্রেক্ষিতে আলোচ্য বিবৃতি দিয়েছে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস। ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস এর বিবৃতিতে বলা হয়েছে, বিচ্ছেদের আনুষ্ঠানিক আবেদন বা ‘আর্টিকেল ৫০’ সক্রিয় করার দুই বছরের মধ্যে সংশ্লিষ্ট দেশ বিচ্ছেদের সিদ্ধান্ত বাতিল করতে পারে। এজন্য অন্য সদস্য দেশের মতামত প্রয়োজন হওয়া উচিত নয়। ইউসিজে’র বিবৃতি প্রকাশের পর মতামত চাওয়া ব্রিটিশ রাজনীতিকরা ব্রেক্সিট চুক্তি থামানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। -অর্থনৈতিক রিপোর্টার বাংলাদেশের ১ নম্বর টিস্যু পেপার ব্র্যান্ডের স্বীকৃতি পেল বসুন্ধরা টিস্যু। গত ৮ তারিখ রাতে স্থানীয় একটি হোটেলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। বসুন্ধরা টিস্যুর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের অন্যান্য উর্ধতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন
×