ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেতন বাড়ানোসহ কর কমানোর প্রতিশ্রুতি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

প্রকাশিত: ১৮:৪৬, ১১ ডিসেম্বর ২০১৮

বেতন বাড়ানোসহ কর কমানোর প্রতিশ্রুতি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

অনলাইন ডেস্ক ॥ অবশেষে নিম্ন আয়ের মানুষের বেতন বাড়ানোসহ করের বোঝা কমানোর প্রতিশ্রুতি দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। স্থানীয় সময় সোমবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ম্যাক্রোঁ বলেন, খুব তাড়াতাড়ি জনগণের ওপর করের বোঝা কমানো হবে। এছাড়া মাসিক বেতন কমপক্ষে ১০০ ইউরো (১১৩.৭৬ ডলার) বাড়ানো হবে। আর ওভারটাইমের ওপর কোনো কর বসানো হবে না। টেলিভিশন ভাষণে তিনি বলেন, সরকারি ব্যয় কমিয়ে সামাজিক ও অর্থনৈতিক খাতের জরুরি সংস্কারগুলো সম্পন্ন করা হবে। দেশটিতে জ্বালানি তেলের ওপর কর আরোপ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৭ নবেম্বর সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। ‘ইয়েলো ভেস্ট’ নামে পরিচিত পাওয়া এই আন্দোলন রাজধানী প্যারিসের বাইরেও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর নজিরবিহীন সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন অন্তত চারজন, আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়া হাজারো বিক্ষোভকারীকে গ্রেফতারও করেছে পুলিশ।
×