ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২০:০৬, ১১ ডিসেম্বর ২০১৮

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস হেরেছে বাংলাদেশ। এবার অবশ্য তাদের শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ক্যারিবীয়রা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১টায়। এই ম্যাচে প্রথম ওয়ানডের একাদশই রেখে দিয়েছে বাংলাদেশ। এ ম্যাচ জিততে পারলেই তিন ম্যাচে ২-০ সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। হার দিয়ে শুরু করা ওয়েস্ট ইন্ডিজ একটি পরিবর্তন এনেছে একাদশে। কিয়েরন পাওয়েলের জায়গায় দলে রয়েছেন চন্দরপল হেমরাজ। ওয়ানডেতে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। আজ ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সামনে টানা তৃতীয় সিরিজ জয়ের হাতছানি। তবে হেরে গেলেও সিলেটের তৃতীয় ম্যাচে সুযোগ থাকবে। তবে মিরপুরেই কাজটা সেরে রাখার লক্ষ্য মাশরাফিদের। জিতলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। ২০০৯ সালে প্রথমবার ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতেছিল টাইগাররা। পরের জয়টি এসেছে ঘরের মাঠে ২০১২ সালে। ৫ ম্যাচের ওই সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। এরপর চলতি বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। প্রথম ওয়ানডের মতো এই ম্যাচটিতেও আছে মাইলফলক ছোঁয়ার উপলক্ষ। বাংলাদেশের পাঁচ সিনিয়র ক্রিকেটার- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল একসঙ্গে শততম ওয়ানডে খেলতে নামবেন মিরপুরের ২২ গজে। বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ একাদশ: চন্দরপল হেমরাজ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও ওশানে থমাস।
×