ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনার বাঘারকোনা খালে সেতু আছে, এ্যাপ্রোচের মাটি নেই

প্রকাশিত: ২৩:০৬, ১১ ডিসেম্বর ২০১৮

নেত্রকোনার বাঘারকোনা খালে সেতু আছে, এ্যাপ্রোচের মাটি নেই

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বাঘারকোনা খালের ওপর নির্মিত পাকা সেতুর দু’পাশে এ্যাপ্রোচ সড়ক না থাকায় এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধুমাত্র এ্যাপ্রোচ সড়কের অভাবে কোন কাজে আসছে না দুই বছর আগে নির্মিত এ সেতুটি। জানা গেছে, কাইলাটি ইউনিয়নের ছোট কাইলাটি প্রাথমিক বিদ্যালয় থেকে বড় কাইলাটি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কের মাঝে বাঘারকোনা খালের ওপর ছোট্ট এ সেতুটি অবস্থিত। নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ কর্মসূচির আওতায় এ সেতুটি নির্মাণ করে। এতে ব্যয় হয় প্রায় ৩২ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু সেতু নির্মাণের পর দু’পাশে এ্যাপ্রোচের মাটি কাটা হয়নি। এ কারণে খাড়া সেতুটির ওপর দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। ছোট কাইলাটি গ্রামের বাসিন্দা আঞ্জু মিয়া জানান, ‘এ সড়ক দিয়ে প্রতিদিন ছোট কাইলাটি, অরঙ্গাবাদ, তারাকুড়ি ও চাপান গ্রামের লোকজন যাতায়াত করেন। এলাকার দু’টি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এ সড়ক দিয়েই আসা-যাওয়া করতে হয়। সবচেয়ে বেশি অসুবিধা হয় কৃষিপণ্য আনা-নেয়ার ক্ষেত্রে। এ্যাপ্রোচে মাটি দেয়া হলে সহজেই পণ্য পরিবহন করা যাবে।’ স্থানীয়রা জানান, সমস্যাটি বহুবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানানোা হয়েছে। কিন্তু কারও কোন সাড়া মিলেনি।
×