ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নৌকায় ভোট দিলে দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন হয় : মতিয়া চৌধুরী

প্রকাশিত: ০০:১৯, ১১ ডিসেম্বর ২০১৮

নৌকায় ভোট দিলে দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন হয় :  মতিয়া চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের নকলায় পারিবারিক কবরস্থানে শ্বশুর-শ্বাশুড়িসহ অন্যান্যদের কবর জিয়ারত ও মোনাজাতের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে মহাজোট সমর্থিত প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি মঙ্গলবার সকালে উপজেলার বানেশ্বর্দী এলাকায় পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত ও মোনাজাতের পর বানেশ^রদী ইউনিয়ন, ভূরদী, মোজার বাজার, কবুতরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বাউশা স্কুল মাঠ, চন্দ্রকোনা বাজার, সাহাপাড়া বাজারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। ওইসময় তিনি অতীতে বিএনপি-জামায়াত জোটের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের কথা সবাইকে মনে করে শেখ হাসিনা সরকারের উন্নয়নের প্রতি বিশ্বাস রেখে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি বলেন, নৌকায় ভোট দিলে দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়। সরকারি-বেসরকারি চাকরীর পাশাপাশি এ দেশের যুব সমাজদের লার্নিং এর মাধ্যমে আর্নিং এর সুবিধার্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বংশধর তথা শেখ হাসিনার সন্তান সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল নিরলস কাজ করে যাচ্ছেন। এ দেশটাকে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করেছেন তারা। তিনি তার নির্বাচনী এলাকায় গত ১০ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, সরকার গত ২ মেয়াদে নকলায় যে উন্নয়ন করেছে, তা আজ দৃশ্যমান। ওই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, একজন কর্মীকে ন্যূনতম ৫ জন ভোটারকে নৌকায় ভোট দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। সভা শেষে তিনি এলাকার ভোটারদের সাথে কথা বলেন এবং তাদের হাতে সরকারের উন্নয়নের প্রচারপত্র তুলে দেন। কৃষিমন্ত্রীর নির্বাচনী প্রচারে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। ওইসময় নকলা উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটনসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রচারণায় অংশ নেন।
×