ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে কৃষিসহ সকল বিভাগে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে : ভুমিমন্ত্রী

প্রকাশিত: ০০:১৯, ১১ ডিসেম্বর ২০১৮

দেশে কৃষিসহ সকল বিভাগে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে   :  ভুমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ দেশে কৃষিসহ সকল বিভাগে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতেনৌকার বিজয়ের বিকল্প নেই। শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়ন করায় কৃষকদের উৎপাদিত ধানসহ সকল প্রকার ফসল খেয়ে মানুষ বেঁচে আছে। আগে তিন কোটি মানুষ ক্ষেতে পেতনা আর এখন শেখ হাসিনা ষোল কোটি মানুষকে খাবার তুলে দিচ্ছেন। কোন মানুষ না খেয়ে থাকছেনা। মঙ্গলবার সকালে আওয়ামীলীগ অফিসে ঈশ্বরদী উপজেলা ও পৌর কৃষকলীগের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামীলীগ সভাপতি নায়েব আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু ও সাবেক ক্উান্সিলর আহাদ আলী। উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ মালিথার সভাপতিত্বে কৃষকনেতা ফজলুর রহমান মালিথা,মুরাদ আলী মালিথা,শফিউল আলশ বিশ্বাস,জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা বক্তব্য দেন। সভায় কৃষক নেতারা বলেন, আসন্ন নির্বাচনে সকল নেতাকর্মীরা আন্তরিকভাবে শেখ হাসিনার মনোনীত ও পরীক্ষিত বর্ষিয়ান নেতা শামসুর রহমান শরীফকে বিপুলভোটে বিজয়ী করা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ নৌকার বিজয় মানে শামসুর রহমান শরীফের হাত দিয়ে ঈশ্বরদীর উন্নয়ন অব্যাহত রাখা এবং প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করা। দেশের স্বাধিনতা ও অস্তিত্বকে রক্ষা করা। কাজেই নৌকার বিজয়ের জন্য ঈশ্বরদী উপজেলা ও পৌর কৃষককলীগের সকল নেতাকর্মীরা স্বোচ্চার রয়েছেন। তারা বলেন,কৃষক নেতারা বাড়িতে বাড়িতে এমনভাবে ভোট চাইবেন যাতে মানুষ নৌকা ছাড়া ভোট না দেন। পরিবেশ ঠিক রেখে নেতাকর্মীদের ভাল ব্যবহারের কাছে ধানের শীষের অস্তিত্ব যেন বিলিন হয়ে যায় সেভাবে নির্বাচনী কাজ চালাতে হবে বলেও তারা মন্তব্য করেন। তারা বলেন,প্রত্যেক নেতাকর্মীরা নিজ বাড়ির চতুর্দিকের চল্লিশ বাড়ির ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট নৌকার বিজয় নিশ্চিত কল্পে আন্তরিকভাবে কাজ করছেন এবং ভোট চাচ্ছেন।
×