ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে আ’লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ৩, গ্রেফতার ৪

প্রকাশিত: ০০:২০, ১১ ডিসেম্বর ২০১৮

দুর্গাপুরে আ’লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ৩, গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুর্গাপুর উপজেলার মাকরাইল বাজারে সোমবার রাতে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ভাংচুর করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়। এ ঘটনায় পুলিশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবুচানসহ চারজনকে গ্রেফতার করেছে। দুর্গাপুর থানায় মামলা দায়ের হয়েছে তিনটি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকার বিএনপি সমর্থক ফারুক আহমেদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থক শাহজাহানের তর্ক-বিতর্ক হয়। এর জের ধরে সোমবার সন্ধ্যার পর মাকরাইল বাজারে দু’পক্ষ অবস্থান নেয়। তাদের মধ্যে পরপর দু’দফা সংঘর্ষ বাধে। এতে আওয়ামী লীগ কর্মী শাহাজাহান, কিতাব আলী, নিজাম ও বিএনপি কর্মী ফারুক আহমেদ আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে বিএনপি কর্মীরা মাকরাইল বাজারে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর চালায়। পুলিশের দাবিÑ বিএনপি কর্মীরা এ সময় ককটেলও বিষ্ফোরণ ঘটনায়। এ ঘটনায় সোমবার রাতেই স্থানীয় আওয়ামী লীগ কর্মী কিতাব আলী, রফিকুল ইসলাম ও শাহজাহান মিয়া বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন। বিষ্ফোরক আইন, বিশেষ ক্ষমতা আইন ও পিটিয়ে আহত করার অভিযোগ এনে এসব মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে দুর্গাপুর থানা পুলিশ রাতেই জেলা বিএনপির সহ-সভাপতি ইমাম হাসান আবু চান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও ছাত্রদল কর্মী দুর্জয়কে গ্রেফতার করে। দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার চারজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।
×