ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জ থেকেই শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা শুরু

প্রকাশিত: ০২:১৬, ১১ ডিসেম্বর ২০১৮

গোপালগঞ্জ থেকেই শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা শুরু

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জ থেকেই নির্বাচণী প্রচারণা শুরু করবেন আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বুধবার দুপুরে তিনি সড়কপথে ঢাকা থেকে গোপালগঞ্জে যাবেন এবং দুপুর সাড়ে ১২ টায় তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন। দুপুর আড়াইটায় নিজ নির্বাচণী এলাকা কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দিবেন। জনসভা শেষে তিনি টুঙ্গিপাড়ায় নিজবাড়িতে রাত্রি যাপন করবেন এবং বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। জেলা প্রশাসনের কাছ পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে। বুধবার রাতে টুঙ্গিপাড়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গেও তিনি এক বৈঠকে মিলিত হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিকে, বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে গোপালগঞ্জ-৩ আসনের সকল মানুষ উৎসব-আমেজে মেতেছে। নানা উৎসাহ ও উদ্দীপনা নিয়ে তাঁর পক্ষে নির্বাচণী প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার সকল জনপদ। বর্ণিল সাজে সাজানো হয়েছে কোটালীপাড়া। জনসভা সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দ। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বদা সজাগ রয়েছেন। আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আসন থেকে এপর্যন্ত ৬ বার সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচণেও আওয়ামী লীগের এ দুর্ভেদ্য ঘাঁটি থেকে তিনি আবারও বিপুল ভোটে নির্বাচিত হবেন এবং টানা তিনবার সরকার গঠন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সবাই।
×