ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিষয়টি যাবে প্রধান বিচারপতির কাছে

খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্টে বিভক্ত রায়

প্রকাশিত: ০৫:২১, ১২ ডিসেম্বর ২০১৮

  খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্টে বিভক্ত রায়

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি; দুই মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করতে পারবেন কিনা সে বিষয়ে বিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্ট। এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি পরবর্তী বেঞ্চ নির্ধারণ করে দেবেন। অন্যদিকে ফৌজদারি মামলায় দন্ডিত বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপীল বিভাগের চেম্বার আদালত। আজ এ বিষয়ে আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারের রিট কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বিএনপি প্রার্থী আলী আজগরের মনোনয়নপত্র স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। ফলে তিনি আর নির্বাচন করতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করতে পারবেন কিনা সে বিষয়ে বিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই বিভক্ত আদেশ দেয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রুলসহ মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন। বেঞ্চের অপর বিচারপতি মোঃ ইকবাল কবির দ্বিমত পোষণ করে খালেদা জিয়ার তিনটি রিট খারিজ করে দেন। হাইকোর্টের আদেশের পর এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, যেহেতু দুইজন বিচারপতি ঐকমত্যে পৌঁছতে পারেননি, সেজন্য এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি পরবর্তী বেঞ্চ নির্ধারণ করে দেবেন। আইনগত অবস্থা যা দাঁড়াল, এখন পর্যন্ত উনি (খালেদা জিয়া) কোন আদেশ প্রাপ্ত হননি। তিনি বলেন, দুই বছরের বেশি দন্ডপ্রাপ্ত হলে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না, এটা মীমাংসিত বিষয়। আমি তো প্রথম থেকেই বলে আসছি কোন আদালত এ রকম আদেশ দিতে পারে না; যে আদেশের ফলে সংবিধানের একটি বিধান অকার্যকর হয়ে যায়। অন্যদিকে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল আদেশের পর সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন শুরু থেকেই পক্ষপাতিত্ব করছে, ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। আমরা ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতে এসেছিলাম। টুকু দুলুর হাইকোর্টের আদেশ স্থগিত ॥ ফৌজদারি মামলায় দন্ডিত বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপীল বিভাগের চেম্বার আদালত। মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেয়। আজ বুধবার পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য দিন ঠিক করে দিয়েছে আদালত। রুহুল আমীন হাওলাদার ও মীর নাসিরের রিট কার্যতালিকা থেকে বাদ ॥ জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারের রিট কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। হাইকোর্টের বিচারপতি তরিক উল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার ওই তিন প্রার্থীর করা রিট কার্যতালিকা থেকে বাদ দেয়ার আদেশ দেয়। মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টে রিট করেছিলেন। আলী আজগর নির্বাচন করতে পারছেন না ॥ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বিএনপি প্রার্থী আলী আজগরের মনোনয়নপত্র স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। ফলে তিনি আর নির্বাচন করতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
×