ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বড়াল হত্যা মামলা

দুই আসামির মৃত্যুদন্ড হাইকোর্টে বহাল

প্রকাশিত: ০৫:২৬, ১২ ডিসেম্বর ২০১৮

দুই আসামির মৃত্যুদন্ড হাইকোর্টে বহাল

স্টাফ রিপোর্টার ॥ হিন্দু বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ও বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কালিদাস বড়াল হত্যা মামলার ছয় আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে দুই আসামির মৃত্যুদন্ড বহাল রাখা হয়েছে। মৃত্যুদন্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে থেকে তিন জন এবং যাবজ্জীবন দন্ড পাওয়া থেকে তিনসহ মোট ছয় আসামিকে খালাস প্রদান করা হয়েছে। এ রায়ের বিরুদ্ধে আপীল করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। আসামিদের করা আপীল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদন্ডাদেশ নিশ্চিকরণের আবেদন) শুনানি শেষে বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। আদালতে আলমগীর সিদ্দিকী ও শওকত সিদ্দিকীর আপীলের পক্ষে হাইকোর্টে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও জি এম বাবুল আক্তার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মান্নান মোহন। রাষ্ট্রনিয়োজিত আইনজীবী হাসনা বেগম ও কালিদাস বড়ালের স্ত্রী হ্যাপি বড়ালের রিভিশন আবেদনের পক্ষে শুনানি করেন নকিব সাইফুল ইসলাম। চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে সাঈদুল ইসলাম ওরফে সাঈদ ফকির, ঘোলা গ্রামের আবদুল হক কাজীর ছেলে সাইফুর রহমান ওরফে বাবলু কাজীর ফাঁসি বহাল আছে। খালাস পাওয়া আসামিদের মধ্যে আলমগীর সিদ্দিকী কারাগারে, বাকিরা পলাতক রয়েছেন। এছাড়া যাবজ্জীবন কারাদ-াদেশ পাওয়া তিনজনই খালাস পেয়েছেন। তারা হলেন চিতলমারীর রহমতপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর অপর ছেলে শওকত সিদ্দিকী, সদর উপজেলার চরগাঁ গ্রামের হাশেম মোল্লার ছেলে বাবলু মোল্লা ও একই উপজেলার সুলতানপুর গ্রামের আবদুল হাইয়ের ছেলে মানিক। এদের মধ্যে শওকত সিদ্দিকী জেলে। বাকি দুই আসামি পলাতক।
×