ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের সংস্কৃতি’ বিষয়ে আলোচনা সভা

প্রকাশিত: ০৫:২৭, ১২ ডিসেম্বর ২০১৮

 ‘আন্তর্জাতিক বিশ্বে  বাংলাদেশের  সংস্কৃতি’ বিষয়ে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমি গঠিত ইন্টারন্যাশনাল কালচারাল কো অর্ডিনেশন সেলের আওতায় অনুষ্ঠিত হলো ‘আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের সংস্কৃতি’ শীর্ষক আলোচনা সভার প্রথম পর্ব। মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক ও নাট্যজন লিয়াকত আলী লাকী এবং প্রখ্যাত চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা। আলোচনায় বক্তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতিচর্চা, বাঙালী সংস্কৃতির অবস্থান এবং বিশ্বব্যাপী আমাদের সংস্কৃতি চর্চাকে সম্প্রসারণের লক্ষে আলোচকদের অভিজ্ঞতা তুলে ধরেন। এটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি নিয়মিত আয়োজন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন একাডেমির কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলাম। শিল্পের বিভিন্ন মাধ্যমে আন্তর্জাতিক বড় বড় আয়োজনে অভিজ্ঞতা তুলে ধরে লিয়াকত আলী লাকী বলেন, বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে নাটক, গান ও নৃত্যের শিশুদল ও বড়দের দল নিয়ে যাওয়া সুযোগ হয়েছে। বহির্বিশ্বে এ ধরনের আয়োজনে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি নিজের দেশকে তুলে ধরার চেষ্টা করেছি। বিভিন্ন দেশে অনুষ্ঠিত বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনা সমাদৃত হয়েছে সেখানকার দর্শকদের কাছে। আর এভাবেই সংস্কৃতির মাধ্যমে বিদেশের মাটিতে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি। ১৯৮৭ সালে ভুটানে একক চিত্রকর্ম প্রদর্শনীর মাধ্যমে বিদেশের মাটিতে প্রথম নিজের শিল্পসম্ভার মেলে ধরেন চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা। এপর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত ১৮টি একক ও ২৫০টি দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পাওয়ার কথা জানিয়ে এই শিল্পী বলেন, ‘তাসকান্দ বিয়েনাল, বেজিং অলিম্পিকসহ বিভিন্ন আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশকে বহির্বিশ্বে তুলে ধরার সুযোগ হয়েছে। সারাবিশ্বে আমাদের শিল্পীদের কাজ প্রসংশিত হচ্ছে। আমরা এখন অনেকদূর এগিয়ে আছি। পৃথিবীজুড়ে সমাদৃত হচ্ছে এদেশের শিল্পীদের শিল্পকর্ম।
×