ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ভোটের প্রচার দেখে মুগ্ধ বিদেশীরাও

প্রকাশিত: ০৫:৩২, ১২ ডিসেম্বর ২০১৮

কক্সবাজারে ভোটের  প্রচার দেখে মুগ্ধ  বিদেশীরাও

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ চারটি আসনে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। প্রথম দিনে নৌকার পক্ষে জনস্রোত সৃষ্টি হয়েছে। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বিভিন্ন দল থাকলেও আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর পক্ষে স্ব স্ব এলাকায় প্রচার চলছে। জেলার সর্বত্র চলছে নির্বাচনী আলোচনা। কেউ বলছে বর্তমান এমপি ভাল, আবার কেউ বলছে সাবেক ভাল। তবে প্রচার-প্রচারে বিশৃঙ্খলা নেই। তারা গানের সুরে প্রতীকের সঙ্গে তাল মিলিয়ে ভোটারদের মন গলানোর ধান্ধায় প্রচার চালিয়ে যাচ্ছে। আবার মেয়েদের মন গলানোর উদ্দেশে মাইকে গ্রাম্যহলাও গাইছে। আবেগময়ী কণ্ঠে গাওয়া গানে সাধারণ ভোটারদের মন জয়ের চেষ্টা চলছে। ভোটের প্রচার-প্রচারে ভাষা না বুঝলেও বিদেশী মহিলারা মাইকে হলার তালে তালে হাত তালি দিয়ে সমর্থন জানাচ্ছে। রোহিঙ্গা শিবির এলাকায় ওসব দেখে ভোটারদের মনে প্রচারে আরও আগ্রহ জাগছে। কক্সবাজারে চারটি আসনের মধ্যে উখিয়া-টেকনাফ আসনটি রোহিঙ্গা ইস্যুতে বেশি পরিচিতি পেয়েছে দেশবিদেশে। মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা আগমনে বর্তমানে উখিয়া-টেকনাফ এলাকায় প্রতিদিন বিচরণ রয়েছে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের। মঙ্গলবার দুপুরে ভোটের প্রচার শুনে রীতিমতো মুগ্ধ বিদেশী একাধিক এনজিওর কর্মকর্তারা। সেখানে আবার নারী প্রার্থীর (শাহীন আক্তার) ছবি দেখে বেজায় খুশি তারা। এক কথায় ভোটযুদ্ধের প্রচারে সরগরম হয়ে উঠেছে পর্যটন নগরী কক্সবাজার। চা দোকানে বেচাবিক্রি বেড়ে গেছে। এখানকার লোকমুখে প্রচলিত রয়েছে যে, উখিয়া-টেকনাফ আসনে যে দলের প্রার্থী জয়ী হয়, সেই দলই সরকার গঠন করে থাকে। ১৯৯০ সাল থেকে এমনটি হয়ে আসছে। হয়ত এটি মাথায় রেখে আসনটির গুরুত্বের কথা বিবেচনা করে নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থীদ্বয় ছেড়ে দিয়েছে আরামের বিছানা। এছাড়াও চার আসনের মধ্যে উখিয়া-টেকনাফ এবং চকরিয়া-পেকুয়া ওই দুইটি আসনের দিকে চেয়ে রয়েছে জেলার সাড়ে তের লক্ষাধিক ভোটার। কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনে সাবেক সাংসদ ও ঝানু রাজনীতিক শাহজাহান চৌধুরীর সঙ্গে লড়ছে আওয়ামী লীগের নতুন মুখ শাহীন আক্তার চৌধুরী। ইতিপূর্বে হেভিওয়েট বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী স্থানীয় সরকার নির্বাচনে লড়ে গেছেন শাহীন আক্তারের পিতা মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম চৌধুরীর সঙ্গে। এবারই এ আসনে জাতীয় নির্বাচনে প্রথম মহিলা প্রার্থী হিসেবে সরাসরি ভোটযুদ্ধে অংশ নিয়েছেন রাজনৈতিক পরিবারের মেয়ে শাহীন আক্তার চৌধুরী। প্রতীক বরাদ্দের একদিন পর থেকেই দারুণ ভোটযুদ্ধ জমে উঠেছে এ আসনে। শাহজাহান চৌধুরী ও মরহুম নুরুল ইসলাম চৌধুরীর পরিবারের মধ্যে যুগ যুগ ধরে রাজনৈতিক ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে।
×