ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোন নিয়ে এলো সাশ্রয়ী ম্যাক্সিমাস ডি ৭ ও ম্যাক্সিমাস পি ৭ হ্যান্ডসেট

প্রকাশিত: ০৫:৩২, ১২ ডিসেম্বর ২০১৮

 গ্রামীণফোন নিয়ে এলো সাশ্রয়ী ম্যাক্সিমাস ডি ৭ ও ম্যাক্সিমাস  পি ৭ হ্যান্ডসেট

স্টাফ রিপোর্টার ॥ ম্যাক্সিমাসের সঙ্গে যৌথভাবে কো-ব্র্যান্ডেড ফোরজি স্মার্টফোন নিয়ে এসেছে গ্রামীণফোন। সোমবার গ্রামীণফোন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ম্যাক্সিমাসের সঙ্গে যৌথভাবে কো-ব্র্যান্ডেড হ্যান্ডসেট ম্যাক্সিমাস ডি৭ ও ম্যাক্সিমাস পি৭ উদ্বোধন করা হয়েছে। হ্যান্ডসেট দু’টির মধ্যে ডি৭ দেশের সবচেয়ে কমদামী ফোরজি হ্যান্ডসেট। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোন ও ম্যাক্সিমাসের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের প্রতিটি প্রান্তে সবার কাছে ফোরজি পৌঁছে দেয়ার লক্ষ্যে সবচেয়ে কমদামী ফোরজি স্মার্টফোন বাজারে আনা হয়েছে। বর্তমানে ইন্টারনেটের যুগকে ইতিবাচকভাবে উপস্থাপনের লক্ষ্যে ফোন দু’টি বাজারে ছাড়া হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, বিগত দুই দশকে বাংলাদেশে উল্লেখযোগ্যহারে উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের পেছনে মোবাইল যোগাযোগ অন্যতম চালিকাশক্তির ভূমিকা পালন করেছে। ফোরজির মাধ্যমে ডিজিটাল অর্থনীতি আমাদের উন্নয়নের পরবর্তী ধাপে নিয়ে যাবে। এ বছরের ফেব্রুয়ারিতে ৪জি চালু করার পর এই প্রযুক্তি ব্যবহারের বিপুল বিস্তার ঘটবে। আমরা দেশের এক নম্বর নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্কে ৪জি গ্রাহকের সংখ্যা এখন ৬০ লাখে পৌঁছে গেছে। কিন্তু আমরা মনে করি যে আমাদের ৭ কোটি ২০ লাখ গ্রাহকের সবার উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারের অধিকার আছে। বাজারে সুলভ হ্যান্ডসেট থাকলেই তা সম্ভব হবে। তাই সম্মানিত ক্রেতাদের কাছে ডিজিটাল উন্নয়নের সুবিধা পৌঁছে দিতে সাশ্রয়ী কো-ব্র্যান্ডেড এ স্মার্টফোনগুলো আনা হয়। গ্রামীণফোন আকর্ষণীয় দামে জিপি ডাটা বান্ডেল অফারসহ ম্যাক্সিমাস ডি৭ ও ম্যাক্সিমাস পি৭ স্মার্টফোন দু’টি নিয়ে এসেছে। ফোন দু’টি ক্রয়ে ক্রেতারা পাবেন বিনামূল্যে ৮ জিবি ইন্টারনেট। এছাড়া ৪ জিবি ফোরজি ফ্রি ইন্টারনেট পাবেন সাত দিনের মেয়াদে। পরের বার ইন্টারনেট কেনার সময় (সাত দিনের মেয়াদে) ১ জিবি ইন্টারনেট পাবেন মাত্র ২৪ টাকায় (সব চার্জসহ)। গ্রাহকরা ৬ মাসে ১২ বার এ অফার নিতে পারবেন। অনুষ্ঠানে ইউনিয়ন গ্রুপের মোবাইল এ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিভিশনের চীফ অপারেটিং অফিসার রিয়াজুল ইসলাম বলেন, ফোন দু’টি শুধুমাত্র কো-ব্র্যান্ডেড হ্যান্ডসেটই নয়, ফোন দু’টির ডিজাইন থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি পর্যায়েই গ্রামীণফোনের বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের লক্ষ্য ছিল এমন দু’টি হ্যান্ডসেট নিয়ে আসা যা একইসঙ্গে সাশ্রয়ী হবে।
×