ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চীনে আইফোন বিক্রি নিষিদ্ধ

প্রকাশিত: ০৬:২৮, ১২ ডিসেম্বর ২০১৮

  চীনে আইফোন বিক্রি নিষিদ্ধ

চীনে টেক জায়ান্ট আইফোনের বেশিরভাগ মডেল আমদানি ও বিক্রির ওপর প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা জারি করে রায় দিয়েছেন দেশটির একটি আদালত। আইফোনের বিরুদ্ধে আরেক টেক জায়ান্ট কোয়ালকমের মামলার রায়ে এ সিদ্ধান্ত এলো। চলমান চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রেরই এক প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরেক প্রযুক্তি প্রতিষ্ঠানের চীনের বাজারে মামলার ঘটনায় হতবাক অনেকে। মামলার রায়ে বিস্মিত আরও বেশি। আইফোনের সর্বশেষ মডেল আইফোন টেনএস, আইফোন টেনএস প্লাস এবং আইফোন টেন আর এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। কেননা কোয়ালকমের মামলা দায়েরের সময় পর্যন্ত এই মডেলগুলো বাজারে আসেনি। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ সেবা দানকারী প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের এ্যানালিস্ট ড্যানিয়েল আইভস সিএনএন’কে জানিয়েছেন, নিষিদ্ধ হওয়া মডেলগুলো বর্তমানে চীনে মোট বিক্রি হওয়া আইফোনের ১০ থেকে ১৫ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×