ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর্থিক খাতের ৫৯ ভাগ কোম্পানির দর কমেছে

প্রকাশিত: ০৬:৩১, ১২ ডিসেম্বর ২০১৮

  আর্থিক খাতের ৫৯ ভাগ কোম্পানির  দর কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতনে শেষ হয়েছে লেনদেন। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৫৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। আর্থিক খাতের শেয়ার দর কমেছে ৭৪ শতাংশ প্রতিষ্ঠানের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আর্থিক খাতে ২৩টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫টির বা ২২ শতাংশের, শেয়ার দর অপরিবর্তিত ১টির বা ৪ শতাংশের এবং ১৭টির বা ৭৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের। প্রতিষ্ঠানটির শেয়ার দর ০.৮০ টাকা কমেছে। দ্বিতীয় সর্বোচ্চ ০.৭০ টাকা কমেছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৬০ টাকা কমেছে মাইডাস ফাইন্যান্সিংয়ের। এছাড়া ফনিক্স ফাইন্যান্সের ০.৪০ টাকা; প্রাইম ফাইন্যান্স, পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ফাস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স ও বিডি ফাইন্যান্সের ০.২০ টাকা করে এবং বে লিজিং, ফার্স্ট ফাইন্যান্স।
×