ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যালন ডি’অর জিততে না পেরে হতাশ রোনাল্ডো

প্রকাশিত: ০৬:৫৮, ১২ ডিসেম্বর ২০১৮

 ব্যালন ডি’অর জিততে না পেরে হতাশ রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ এক দশকের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির আধিপত্য ভেঙ্গে এবার ব্যালন ডি’অর জিতেছেন লুকা মডরিচ। বিষয়টি নিয়ে প্রশংসার পাশাপাশি অনেক সমালোচনাও হচ্ছে। এবার এ নিয়ে মুখ খুলেছেন স্বয়ং রোনাল্ডো। জুভেন্টাসের পর্তুগীজ মহানায়ক বলেছেন, ব্যালন ডি’অর তার প্রাপ্য ছিল। এদিকে চ্যাম্পিয়ন্স লীগে আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাসসহ মোট ১৬ দল। চার গ্রুপে মোট আটটি ম্যাচ হবে। একটি গ্রুপ ছাড়া বাকি তিন গ্রুপেই শুধু আনুষ্ঠানিকতার জন্য মাঠে নামছে দলগুলো। কেননা সবারই নকআউট রাউন্ড নিশ্চিত হয়ে গেছে। ‘এফ’ গ্রুপে শুধু ফ্রান্সের লিঁও ও ইউক্রেনের শাখতার ডোনেস্কের মধ্যে কে যাবে সেটাই দেখার। এই গ্রুপের ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে দল দু’টি। আরেক ম্যাচে লড়বে ম্যানসিটি ও হোফেনহেইম। ‘ই’ গ্রুপে দুই দলের শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে। রাতে মুখোমুখি হচ্ছে আয়াক্স-বেয়ার্ন মিউনিখ ও বেনফিকা-এ্যাথেন্স। ‘জি’ গ্রুপে লড়বে রিয়াল মাদ্রিদ-সিএসকেএ মস্কো ও ভিক্টোরিয়া প্লাজেন-রোমা। ‘এইচ’ গ্রুপে খেলবে ইয়াং বয়েজ-জুভেন্টাস ও ভ্যালেন্সিয়া-ম্যানচেস্টার ইউনাইটেড। গত জুলাইয়ে জুভেন্টাসে যোগ দেয়ার আগে রিয়ালের টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লীগ জয়ে বড় অবদান রাখেন রোনাল্ডো। ২০১৮ সালে এ পর্যন্ত ক্লাব ও জাতীয় দল মিলে ৪৮ ম্যাচে ৪৫ গোল করেছেন। এপ্রিলে চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১১ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েন ৩৩ বছর বয়সী পর্তুগীজ তারকা। এক সাক্ষাতকারে ব্যালন ডি’অর প্রসঙ্গে রোনাল্ডো বলেন, আমি মনে করি, প্রতি বছর আমি ব্যালন ডি’অরের দাবিদার। আমি এ জন্য পরিশ্রম করি। তবে আমি না জিতলে সবকিছু শেষ হয়ে যায় না। তিনি আরও বলেন, সংখ্যা মিথ্যা বলে না। কিন্তু ভাববেন না যে না জিততে পারলে আমি কম সুখী। আমি হতাশ। কিন্তু জীবন চলতে থাকে। আর আমি এখনও কঠোর পরিশ্রম করব। নিজে জিততে না পেরে হতাশ হলেও বিজয়ী মডরিচের প্রশংসা করতে ভুল করেননি রোনাল্ডো। বলেন, মডরিচকে অভিনন্দন। এটা তার প্রাপ্য। কিন্তু পরের বছর আমরা আবার একে অন্যের মুখোমুখি হব। আর আমি তখনও সেখানে থাকতে সবকিছু করব। সাক্ষাতকারে সিআর সেভেন আরও বলেছেন, রিয়াল মাদ্রিদের চেয়ে জুভেন্টাসের পরিবেশ অনেক ভাল। এখানে সবার মধ্যে বন্ধন অনেক সুদৃঢ়। ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দেয় পাঁচবারের ফিফা সেরা তারকা। তবে গুঞ্জন আছে, রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের কারণেই রিয়াল ছাড়েন লা লিগাসহ সবধরনের প্রতিযোগিতায় ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতা। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার নিজেও জানান, উপযুক্ত সম্মান না পাওয়াতেই স্পেন ছাড়েন তিনি। ইতালিতে আসার পর থেকে দারুণ ছন্দে আছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। এ পর্যন্ত ১৯ ম্যাচে করেছেন ১১ গোল। সাক্ষাতকারে নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নেয়ার কৃতিত্ব সতীর্থদের দিয়ে সিআর সেভেন বলেন, নির্দিষ্ট কারও নাম বলা ঠিক নয়। কিন্তু আমি বলতে পারি যে আমার খেলা দলগুলোর মধ্যে এটিই সেরা। যদি দিবালা বা মানজুকিচ গোল না করে তারপরও তারা খুশি থাকে। আপনি তাদের হাসতে দেখবেন। মাদ্রিদেও সবাই বিনয়ী। কিন্তু এখানে আমি সেটা বেশি অনুভব করি। মাদ্রিদের চেয়ে এটা অনেক আলাদা। এখানে এটা অনেকটা পরিবারের মতো।
×