ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অপরিবর্তিত ইংল্যান্ড দল

প্রকাশিত: ০৬:৫৯, ১২ ডিসেম্বর ২০১৮

 অপরিবর্তিত ইংল্যান্ড দল

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সদ্য শ্রীলঙ্কায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর একই দলের ওপর আস্থা রেখেছে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নির্বাচকরা। শ্রীলঙ্কা সফরের মধ্যপথে সিরিজ ছেড়ে ইংল্যান্ড লায়ন্সে যোগ দেয়া অলিভার পোপ থেকে গেছেন দলের বাইরে। আলোচনায় এলেও দলে জায়গা হয়নি বিস্ফোরক ব্যাটসম্যান জেসন রয়ের। শ্রীলঙ্কায় শুরুতে না থাকা বেন ফোকস জায়গা পেয়েছিলেন কিপার জনি বেয়ারস্টোর চোটে। উইকেটের সামনে-পেছনে দারুণ পারফর্মেন্সে সিরিজ সেরার পুরস্কার জেতা ফোকস টিকে গেছেন ১৬ সদস্যের দলে। চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন ডেভিড উইলি। দলে জায়গা পেয়েছেন জো ডেনলিও। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের পর পাঁচ ম্যাচের ওয়ানডে ও সর্বশেষে তিনটি টি২০ সিরিজ খেলবে ইংলিশরা। ব্রিজটাউনে ২৩ জানুয়ারিতে থেকে প্রথম টেস্টে মাঠে নামবে দু’দল। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে গুঁড়িয়ে দিয়ে রুট-বাহিনী বেশ ফুরফুরে মেজাজেই আছে। ইংল্যান্ড টেস্ট দল ॥ জো রুট (অধিনায়ক), কিটন জেনিংস, ররি বার্নস, জো ডেনলি, জস বাটলার, বেন স্টোকস, বেন ফোকস, স্যাম কারান, ক্রিস ওকস, মঈন আলি, জেমস এ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, অলিভার স্টোন, আদিল রশিদ, জ্যাক লিচ। ইংল্যান্ড ওয়ানডে দল ॥ ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, জো ডেনলি, এ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
×