ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আরেকটি ব্যাংক নীতিগত অনুমোদন পেল

প্রকাশিত: ০৮:০৭, ১২ ডিসেম্বর ২০১৮

আরেকটি ব্যাংক নীতিগত অনুমোদন পেল

অর্থনৈতিক রিপোর্টার ॥ আরও একটি নতুন ব্যাংক নীতিগত অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার রাতে বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবিরের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সভায় ‘বেঙ্গল কমার্সিয়াল ব্যাংক’ নামে এই ব্যাংকের নীতিগত অনুমোদন দেয়া হয়। বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সিরাজুল ইসলাম। তিনি জানান, পর্ষদে তিনটি ব্যাংকের আবেদনের বিষয়ে এজেন্ডা থাকলেও বাকি দুটি ব্যাংকের শেয়ারহোল্ডার পবিবর্তন ও কর-সংক্রান্ত জটিলতার কারণে ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দুই ব্যাংক হলো- পিপলস ব্যাংক ও সিটিজেন ব্যাংক। ‘বেঙ্গল কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের’ প্রধান উদ্যোক্তা হলেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন। যদিও শুরুতে ‘বাংলা ব্যাংক’ নামেই অনুমোদনের আবেদন জমা দেয়া হয়েছিল। দেশে তাদের প্লাস্টিক শিল্পসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের ভাই। এর আগে গত অক্টোবরে বাংলাদেশ পুলিশের ‘কমিউনিটি ব্যাংক অব বাংলাদেশ’ ব্যাংকের চ‚ড়ান্ত অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক।
×