ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আপীল বিভাগের ভ্যাকেশন জজ বিচারপতি নুরুজ্জামান

প্রকাশিত: ০৮:১০, ১২ ডিসেম্বর ২০১৮

  আপীল বিভাগের ভ্যাকেশন জজ বিচারপতি নুরুজ্জামান

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশকালীন সময়ে বাংলাদেশ সুপ্রীমকোর্ট ও আপীল বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য ভ্যাকেশন জজ হিসেবে বিচারপতি মোঃ নুরুজ্জামানকে মনোনীত করা হয়েছে। একই সঙ্গে অবকাশকালীন সময়ে হাইকোর্ট বিভাগের জরুরী বিষয়সমূহ শুনানি ও নিষ্পত্তির জন্য সাতটি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। রেজিস্ট্রার মোঃ বদরুল আলম ভূঞা ও ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভুঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা গেছে। হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চগুলো হলো, বিচারপতি মোঃ রেজাউল হক এবং বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান, বিচারপতি এসএম এমদাদুল হক এবং বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এসএম মজিবুর রহমান, বিচারপতি এফআরএম নাজমুল আহাসান এবং বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মোঃ খায়রুল আনাম, বিচারপতি কেএম কামরুল কাদেরের একক বেঞ্চ এবং বিচারপতি মোঃ সেলিমের একক বেঞ্চ।
×