ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেট্রোল বোমা হামলাকারীদের জনগন প্রত্যাখান করবে : হাসানাত

প্রকাশিত: ০৪:০৯, ১২ ডিসেম্বর ২০১৮

পেট্রোল বোমা হামলাকারীদের জনগন প্রত্যাখান করবে :  হাসানাত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও বরিশাল-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, বিজয়ের মাসে এ দেশের শান্তিপ্রিয় জনগন স্বাধীনতাবিরোধী পেট্রোল বোমা হামলাকারীদের ভোটের মাধ্যমে প্রত্যাখান করবে। তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসলে গৌরনদী ও আগৈলঝাড়াকে জেলা হিসেবে ঘোষনা করা হবে। তাই উন্নয়নের স্বার্থে আবারও তিনি (হাসানাত) নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। মঙ্গলবার সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আব্দুল্লাহ যথাযোগ্য মর্যাদায় সবাইকে মহান বিজয় দিবস পালনের আহবান জানিয়ে ৩০ডিসেম্বর বিপুল ভোটের মাধ্যমে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করে আরেকটি বিজয় উদ্যাপনের আহবান করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কৃষ্ণ কান্ত রায়ের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার। বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট রনজিত সমদ্দার, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সমন্ময়ক আবু সালেহ লিটন, উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা খান, সৈয়দা মনিরুন নাহার মেরী, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার প্রমুখ।
×