ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বাদশা

নৌকার বিজয় না হলে উন্নয়ন থেমে যাবে

প্রকাশিত: ০৪:৪৮, ১৩ ডিসেম্বর ২০১৮

 নৌকার বিজয় না হলে  উন্নয়ন থেমে যাবে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ একাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে ১৪ দল মনোনীত ও মহাজোট সমর্থিত প্রার্থী ফজলে হোসেন বাদশা বলেছেন, বিগত ১০ বছরে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে তা আর কখনই হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ এক অনন্য উচ্চতায় যাবে। তাই উন্নয়নের জন্যই এই নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রচারে গিয়ে তিনি এ কথা বলেন। বাদশা বলেন, দেশে এখন নিজের টাকায় পদ্মা সেতু হচ্ছে। এটি নৌকার অবদান। সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। সারাদেশের সঙ্গে রাজশাহীও উন্নয়নের মহাসড়কে উঠে গেছে। এবার তিনি নির্বাচিত হলে আরও বেশি উন্নয়ন হবে। কারণ, এবার সিটি করপোরেশনে যোগ্য মেয়রও বসেছেন। তিনি আর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহীকে এগিয়ে নেবেন।
×