ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহী-১ আসনে বিএনপিতে বাড়ছে উত্তেজনা

প্রকাশিত: ০৪:৪৯, ১৩ ডিসেম্বর ২০১৮

 রাজশাহী-১ আসনে  বিএনপিতে বাড়ছে  উত্তেজনা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের শুরুতেই রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির প্রার্থীর সমর্থক ও মনোনয়ন বঞ্চিত বিএনপির অপর একটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সিনিয়র নেতাদের হস্তক্ষেপের পরেও এখনও বিএনপির বিবদমান দুটি পক্ষই মুখোমুখি অবস্থানে রয়েছে। জানা গেছে, বিএনপির মনোনয়ন চাওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। প্রচারের দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেলে তানোর উপজেলার মুন্ডুমালা বাজারে বিএনপির প্রার্থী ব্যারিস্টার আমিনুল হকের নির্বাচনী অফিস উদ্বোধন ও প্রস্তুতি সভা করে পৌরসভা বিএনপির একাংশের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ নেতাকর্মীরা। এ সময় বিএনপির আরেক পক্ষের সভাপতি ও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী শাহাদাৎ হোসেন শাহীনের বাবা মোজ্জামেল হকের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট চাইতে গেলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি থেকে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এর কিছুক্ষণ পরে সিনিয়র নেতারা এগিয়ে এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। বুধবার বিকেল পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পৌর বিএনপির সভাপতি মোজ্জামেল হক জানান, আমাকে না জানিয়ে নির্বাচনী অফিস উদ্বোধন ও লিফলেট বিতরণ করেছে অপর পক্ষ। এতে আমি আমিনুল হকের ভাগ্নের কাছে শুধু জানতে চেয়েছি। এতেই অপর পক্ষ চওড়া হয়ে উঠেছে।
×