ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলা ষ রূপগঞ্জে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৭

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে ককটেল, গুলি

প্রকাশিত: ০৫:২৫, ১৩ ডিসেম্বর ২০১৮

  সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য  করে ককটেল, গুলি

জনকণ্ঠ ডেস্ক ॥ নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর দেশের কয়েক স্থানে বিচ্ছিন্নভাবে সহিংসতার খবর পাওয়া গেছে। সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জগদীশ চন্দ্র সাহার বাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। তাড়াশে গণসংযোগকালে বিএনপি প্রার্থী আবদুল মান্নান তালুকদারের গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোস্টার লাগানো নিয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে। চাঁদপুর-১ আসনের কচুয়া এলাকায় বিএনপি প্রার্থী মোশারফ হোসেনের গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়া পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে বিএনপির ২০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতা ও স্টাফ রিপোর্টারের। স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জগদীশ চন্দ্র সাহার বাড়ি লক্ষ্য করে বুধবার ভোরে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আতাউর রহমান রতন জানান, ভোরে মোটরসাইকেলে ১০/১২ জন দুর্বৃত্ত এসে জগদীশের বাড়ির পেছনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড গুলি ছোড়ে। বিস্ফোরণের শব্দে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাড়াশে বিএনপি প্রার্থীর গাড়ি ভাংচুর ॥ এদিকে বাংলানিউজ জানায়, সিরাজগঞ্জের তাড়াশে গণসংযোগকালে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দলটির ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় আওয়ামী লীগ। রূপগঞ্জে সংঘর্ষ ॥ নিজস্ব সংবাদদাতা জানান, রূপগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রূপগঞ্জ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। কচুয়ায় গাড়িবহরে হামলা ॥ নিজস্ব সংবাদদাতা জানান, চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপি প্রার্থী মোশারফ হোসেনের নির্বাচনী প্রচারে গাড়িবহরে হামলা ও ভাংচুর ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে বিএনপি দলীয় প্রার্থী মোশারফ হোসেন নিজ গ্রাম বারৈয়ারায় পথসভা শেষ সাচার হয়ে উজানী যাওয়ার পথে এ ঘটনা ঘটে। উপজেলার সাচার ও শিমুলতলী এলাকায় কতিপয় দুর্বৃত্ত গাড়িবহরে হামলা করে। পরে মোশারফ হোসেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বারৈয়ারায় ফিরে আসেন। এতে মোশারফ হোসেনের সঙ্গে থাকা ৩টি মাইক্রো, ৫টি সিএনজি, ভাংচুর হয়। এ সময় বিএনপি দলীয় ১০ কর্মী সমর্থক আহত হয় বলে উপজেলা বিএনপি সভপতি হুমায়ুন কবির প্রধান দাবি করেন। গাজীপুরে হামলা-পাল্টাহামলা ॥ স্টাফ রিপোর্টার, গাজীপুর জানান, গাজীপুরের কালিয়াকৈরে নির্বাচনী গণসংযোগ চলাকালে বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর পাল্টাপাল্টি হামলার অভিযোগ ও সংবাদ সম্মেলন করার খবর পাওয়া গেছে। হামলায় উভয় পক্ষের কয়েকশ নেতাকর্মী আহত হওয়ার দাবি করা হয়েছে। নেত্রকোনায় পেট্রোল বোমায় আহত ৬ ॥ বাংলানিউজ জানায়, নেত্রকোনার আটপাড়া উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে বিএনপি দলীয় নেতাকর্মীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতিসহ ছয় নেতাকর্মী আহত হয়েছেন।
×