ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খালেদার রিট শুনানি হবে তৃতীয় বেঞ্চে

প্রকাশিত: ০৫:২৬, ১৩ ডিসেম্বর ২০১৮

খালেদার রিট  শুনানি হবে  তৃতীয় বেঞ্চে

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি দুই মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দায়ের করা রিট নিষ্পত্তির শুনানি করতে তৃতীয় বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিচারপতি জেবিএম হাসানের একক বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। সুপ্রীমকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান জনকণ্ঠকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল হাইকোর্টের বিভক্ত আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি না লেখায় সংশ্লিষ্ট বেঞ্চে ফেরত পাঠান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পরে সেটি ঠিক হয়ে আসলে নতুন এ বেঞ্চ ঠিক করে দেয়া হয়। মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্বাচনে অংশ নেয়ার খালেদা জিয়ার রিট আবেদনে বিভক্ত আদেশ দেন।
×