ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএনপির ভোট চাওয়ার নৈতিক অধিকার নেই ॥ মতিয়া

প্রকাশিত: ০৫:২৬, ১৩ ডিসেম্বর ২০১৮

বিএনপির ভোট  চাওয়ার নৈতিক  অধিকার  নেই ॥  মতিয়া

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১২ ডিসেম্বর ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিএনপির সমালোচনা করে বলেছেন, বিএনপির ভোট চাওয়ার নৈতিক অধিকার নেই। কারণ তারা ইলেকশন ঠেকানোর জন্য রাতের বেলায় বাসে আগুন দিয়ে ঘুমন্ত অবস্থায় মা-বাবা মেয়েকে পুড়িয়ে মেরেছে, বাবার সামনে ছেলেকে খুন করেছে, শিক্ষা প্রতিষ্ঠান, রেললাইন জ¦ালিয়ে দিয়েছে, পল্লী বিদ্যুত অফিসে আগুন দিয়ে প্রকৌশলীকে দগ্ধ করে মেরেছে। মা-মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছে, তাদের লক্ষ্য করে পেট্রোল বোমা মেরে শেষ করে দিয়েছে। তাই ওই সব অপকর্মের কৈফিয়ত দিয়ে বিএনপিকে ভোট নিতে হবে। তিনি ১২ ডিসেম্বর বুধবার দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুর-২ আসনের নকলা উপজেলার পাঠাকাটা ও চরঅষ্টধর ইউনিয়নে বিভিন্ন নির্বাচনী পথসভায় বক্তব্যদানকালে ওইসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এলে বছরের প্রথম দিন শিক্ষার্থীরা নতুন বই পায়। দেশের মানুষ বিদ্যুত পায়। শ্রীহীন স্কুল, কলেজ, মাদ্রাসার সৌন্দর্য বাড়ে। নতুন স্কুল, কলেজ ও মাদ্রাসা হয়। দেশের মানুষের আয় বাড়ে। গ্রাম শহর হয়। প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা মায়েরা ভাতা পায়। আর বিএনপি ক্ষমতায় এলে কর্মী পালে, কর্মীদের মাস্তান, জুয়াড়ি ও মাদক কারবারি বানায়। টিআর কাবিটার টাকা নয়-ছয় করে।
×