ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে যুবলীগ নেতা হত্যায় যুবদল নেতাসহ আটক ৬

প্রকাশিত: ০৫:২৭, ১৩ ডিসেম্বর ২০১৮

 নোয়াখালীতে যুবলীগ নেতা হত্যায় যুবদল নেতাসহ আটক ৬

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১২ ডিসেম্বর ॥ সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ হত্যার ঘটনায় যুবদল নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। বুধবার দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি নিজাম উদ্দিন ফারুক, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, চরজুবলী ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম রিজভির বৃদ্ধ পিতা নুরুজ্জামান, এওজবালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহানের দুই ভাই আবু নাছের ও মহি উদ্দিন। আটকের কথা স্বীকার করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। সন্ধ্যায় তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক প্রশ্নে তিনি বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা রেকর্ড শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। এদিকে বিকেলে ওই ইউনিয়নের দক্ষিণ শুল্লকিয়া গ্রামে নিহত হানিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর উপজেলা) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এমপি, নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেলসহ শত শত মুসল্লি অংশগ্রহণ করেন।
×