ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনী প্রচারে সহিংসতায় মৃত্যুর ঘটনায় ইসি বিব্রত মর্মাহত ॥ সিইসি

প্রকাশিত: ০৫:২৮, ১৩ ডিসেম্বর ২০১৮

 নির্বাচনী প্রচারে সহিংসতায় মৃত্যুর ঘটনায় ইসি বিব্রত মর্মাহত ॥ সিইসি

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর মঙ্গলবার সারাদেশে যে সহিংসতা এবং নিহতের ঘটনা ঘটেছে এতে নির্বাচন কমিশন বিব্রত, মর্মাহত ও ব্যথিত। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, কমিশন আনন্দের সঙ্গে উল্লেখ করেছিল নির্বাচনী কর্যক্রমে কোন অঘটন ঘটেনি। এর পরই দুটো ঘটনা ঘটেছে যা আমাদের বিব্রত করেছে, মর্মাহত করেছে। নিহতের ঘটনায় কমিশন ব্যথিত। দলগুলোর নেতাকর্মী, সমর্থকদের ধৈর্যশীল আচরণ করার অনুরোধ জানান এ সময় তিনি। বাকি দিনগুলোতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেদিকে সতর্ক থাকার কথাও বলেন। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিচারিক হাকিমদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। পরিস্থিতি মোকাবেলায় বিচারিক হাকিমদের সচেষ্ট থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। মানুষকে আশ্বস্ত করতে হবে নির্বাচন সহিংসতার জায়গা নয়। নির্বাচন মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জায়গা। ধৈর্য ও একে অন্যের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন পরিচালনা করতে তাদের নির্দেশ দেন সিইসি।
×