ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কসবায় নির্বাচনী সভা

দেশের স্বাধীনতায় অবিশ্বাসীদের ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩০, ১৩ ডিসেম্বর ২০১৮

 দেশের স্বাধীনতায় অবিশ্বাসীদের ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ ॥  আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি। বুধবার তিনি তার নির্বাচনী এলাকায় দিনভর গণসংযোগ করেন। তিনি তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)-এর কসবার মূলগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। কয়েকটি পথসভায় তিনি বক্তব্য রাখেন। সকাল থেকেই মূলগ্রাম ইউনিয়নের চারগাছ, নিয়ামতপুর, বাউরখ-তে পথসভা ও গণসংযোগ করেন। এ সময় তিনি পৃথক পৃথক পথসভায় বক্তব্য রাখেন। এসব পথসভায় আইনমন্ত্রী বলেন, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশকে একটা ভিক্ষুকের দেশে পরিণত করতে চায়, আর নিজেরা বড়লোক হয়ে লন্ডন শহরে গাড়ি দৌড়িয়ে বেড়াতে চায়, সেসব লোককে আমরা এবং এদেশের জনগণ ভোটের মাধ্যমে সঠিক জবাব দেবে। তিনি মূলগ্রাম ইউনিয়নের মূলগ্রাম ব্রিজের পাশে ভোটকেন্দ্র ফিতা কেটে উদ্বোধন করেন। জনসংযোগকালে কসবা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আনিসুল হক ভূইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট রাশেদুল কাওছার ভূইয়া জীবন, এমজি হাক্কানী, রুহুল আমিন বকুল, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাইল হক, মূলগ্রাম আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহ আলম, প্রফেসর মাসুম, এ্যাডভোকেট ইকবাল হোসেন, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী গত দুদিন ধরে মূলগ্রামে গণসংযোগ করছেন। গণসংযোগকালে বিপুল সংখ্যক মানুষ মন্ত্রীকে অভিনন্দন জানান। এসময় নৌকা প্রতীকের পক্ষে সেøাগান দেন নেতাকর্মীরা। এদিকে বিভিন্ন পথসভায় বক্তব্যকালে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সরকার পরিচালনা করেছে। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ পুনরুদ্ধার হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যদি আবারও সরকার পরিচালনা করতে পারে, তাহলে এ দেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এদিকে সন্ধ্যা সাতটায় কসবার নয়নপুর বাজারে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমি যদি আপনাদের জন্য, কসবার জন্য কাজ করে থাকি তাহলে আপনারা আমাকে ভোট দেবেন। রাতে কসবার নয়নপুর বাজারে আইনমন্ত্রী উপস্থিত হলে সেখানে অন্তত ২০ হাজার লোক জামায়েত হন। তিনি উপস্থিত সকলের কাছে নৌকা প্রতীকে ভোট চান।
×