ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকু ও দুলুর প্রার্থিতা আটকে গেল সর্বোচ্চ আদালতে

প্রকাশিত: ০৫:৩৮, ১৩ ডিসেম্বর ২০১৮

 টুকু ও দুলুর প্রার্থিতা আটকে গেল সর্বোচ্চ  আদালতে

স্টাফ রিপোর্টার ॥ ফৌজদারি মামলায় দন্ডিত বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। ফলে এ দুই প্রার্থীর নির্বাচন আটকে গেল সর্বোচ্চ আদালতে। ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বিএনপি প্রার্থী আফজাল এইচ খানের মনোনয়ন গ্রহণ করে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঢাকা-২০ আসনের বিএনপি প্রার্থী তমিজউদ্দিনের প্রার্থিতা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে আপীল বিভাগের চেম্বারজজ আদালত। একই সঙ্গে, হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে আবেদনটি আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনকে ১৩ মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ আহসান হাবিব কামালের দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় তিনিসহ ৫ আসামির দায়ের করা ফৌজদারি রিভিশনের রুল খারিজ ও স্থগিতাদেশ তুলে নেয়া হয়েছে। মামলা চলতে আর কোন বাধা নেই। বুধবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে।
×