ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিটিভিতে বিজয় দিবসের নাটক ‘একটি কৃতজ্ঞতাপত্র’

প্রকাশিত: ০৫:৫৯, ১৩ ডিসেম্বর ২০১৮

  বিটিভিতে বিজয় দিবসের নাটক  ‘একটি কৃতজ্ঞতাপত্র’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ টেলিভিশনে বিজয় দিবস উপলক্ষে প্রচার হবে বিশেষ নাটক ‘একটি কৃতজ্ঞতাপত্র’। মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বিটিভির জন্য নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বিশিষ্ট নাট্যকার, পরিচালক রেজানুর রহমান। ‘একটি কৃতজ্ঞতাপত্র’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা মামুনুর রশীদ, খায়রুল আলম সবুজ, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, হাফিজুর রহমান সুরুয, মাহবুবা রেজানুর, সিলভিয়া প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। নাটকটি আগামী ১৫ ডিসেম্বর শনিবার রাত ৯টায় বিটিভিতে প্রচার হবে। ‘একটি কৃতজ্ঞতাপত্র’ নাটকের গল্পে দেখা যাবে বিদেশে বড় হয়ে ওঠা এক তরুণী বাবা-মায়ের সঙ্গে দেশে এসে সরাসরি একজন মুক্তিযোদ্ধাকে দেখার ইচ্ছে পোষণ করে। যুদ্ধ করে দেশ স্বাধীন করার জন্য তাকে কৃতজ্ঞতা জানাতে চায়। ঘটনাক্রমে মেয়েটি তার এক বান্ধবীর সঙ্গে গ্রামে যায়। সেখানেই দেখা হয় একজন মুক্তিযোদ্ধার সঙ্গে। তারপর ঘটতে থাকে একের পর এক বিব্রতকর ও বিস্ময়কর নানা ঘটনা। মহান বিজয়ের মাস উপলক্ষে বিটিভিতে এই বিশেষ নাটকটি প্রচার হবে।
×