ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামীকাল শুক্রবার সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে

‘ডু অর ডাই’ ম্যাচ জিততে চায় বাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৪, ১৩ ডিসেম্বর ২০১৮

‘ডু অর ডাই’ ম্যাচ জিততে চায় বাংলাদেশ

মিথুন আশরাফ ॥ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ এখন ১-১ সমতায় আছে। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে যে দল জিতবে সিরিজ তাদেরই হয়ে যাবে। ম্যাচটি অঘোষিত ‘ফাইনাল’ ম্যাচে পরিণত হয়েছে। যে জিতবে ওয়ানডে সিরিজের শিরোপা তার হয়ে যাবে। এমন ‘ডু অর ডাই’ ম্যাচ জিততে চায় বাংলাদেশ। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সেই আশা প্রকাশ করেছেন। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ছিল ইউনিসেফ বাংলাদেশ ও বিসিবির মধ্যকার একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। সেখানে ক্রিকেটারদের পক্ষে মেহেদী হাসান মিরাজ উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে তিনটায় সিলেট রওনা হওয়ার আগে ১২টায় শুরু হওয়া অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ তৃতীয় ওয়ানডেতে জিতে সিরিজ জয়ের আশার কথা জানান। মিরাজ বলেছেন, ‘আমার কাছে মনে হয় এখনও আমরা সিরিজে আছি। শেষ ম্যাচ আমাদের ‘ডু অর ডাই’। আর আসলে আমাদের ‘ডু অর ডাই’ ম্যাচগুলোই আমরা ভাল খেলি। ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আমরা শেষ ম্যাচে সিরিজ জিতেছিলাম। আমাদের জন্য একটা ভাল সুযোগ পরের ম্যাচে। আশা করব আমরা শক্তভাবে কাম ব্যাক করব।’ জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচের একটিতে ওয়েস্ট ইন্ডিজ, একটিতে বাংলাদেশ জিতেছিল। শেষ ম্যাচটিতে জিতে বাংলাদেশ সিরিজ নিজেদের করে নেয়। এবারও দেশের মাটিতে একই পরিস্থিতি তৈরি হয়েছে। আর তাই সেই রকম কিছুর আশাই দেখছেন মিরাজ। কিন্তু খেলা হবে এবার সিলেটে। স্টেডিয়ামের টেস্ট অভিষেক ম্যাচে জিম্বাবুইয়ের কাছে হেরেছে বাংলাদেশ। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ হবে। স্টেডিয়ামের ওয়ানডে অভিষেক হবে। এমন ম্যাচটিতে আবার থাকবে শিশিরের প্রভাব। মিরপুরে শিশিরের প্রভাব অনেক বেশি হারে না দেখা গেলেও সিলেটে তা দেখা যাবে। তাতে ওয়েস্ট ইন্ডিজ যদি আবার পরে ব্যাটিং করার সুযোগ পায় তাহলে জেতা কঠিন হয়ে পড়বে। সিলেটে কি করতে হবে? এমন প্রশ্নে মিরাজের জবাব, ‘কাল (মঙ্গলবার-দ্বিতীয় ওয়ানডে) কিন্তু আমরা খুব ভাল শুরু করেছিলাম। ফিনিশিংটা ওইরকম ভাল হয়নি। হয়তো ২০ রান আমরা কম করেছি। ২০ রান করলে হয়তো ভাল হতো। পার্টিকুলারলি আমাদের পেস বোলাররা লাস্ট কয়েক ম্যাচে সøগ ওভারে ভাল বল করিনি। আমার কাছে মনে হয় ওইসব জায়গায় আমাদের উন্নতি করলে ভাল হবে। আর ব্যাটসম্যানরাও ভাল করছে। এটা কন্টিনিউ করতে হবে। আর ওদের ব্যাটসম্যান শাই হোপ এক্সিলেন্ট খেলেছে। ভাল খেলেছে কারণ ও কোন চান্স দেয়নি। ওরা খুব ভাল ক্রিকেট খেলেছে সে জন্য ওরা জিতেছে। আমাদের ওভারঅল সব কিছু ঠিক ছিল আমাদের নিজেদের ল্যাকিংস ছিল সেটা উন্নতি করার চেষ্টা করব।’ দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডারদের ব্যর্থতাই বেশি দেখা গেছে। একের পর এক ক্যাচ মিস আর রান আউট মিসের সঙ্গে ফিল্ডিং মিসের মহড়া ছিল। সেই সুযোগটিতে ওয়েস্ট ইন্ডিজও বাজিমাত করেছে। ৫ উইকেটে হারের পর ৪ উইকেটে জিতেছে। ফিল্ডিং নিয়ে মিরাজ জানান, ‘আসলে ক্যাচ মিস হতে পারে। এটা ক্রিকেট খেলার পার্ট। আমরা কিন্তু ভাল ভাল ক্যাচও ধরেছি। যেটা বললাম ম্যাচ মিস হতেই পারে। তারপরও অনেক সময় বল এদিক ওদিক হয়, ওইটাই মিস্টেক হয়ে যায়। আশাকরি যে নেক্সট ম্যাচে ঘুরে দাঁড়াতে পারব।’ যদি ২০১৯ সালের বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেন মাশরাফি বিন মর্তুজা, তাহলে শুক্রবারের ম্যাচটিই দেশের মাটিতে মাশরাফির শেষ ম্যাচ হতে পারে। দেশের মাটিতে বিশ্বকাপের আগে যে আর কোন ওয়ানডে খেলা নেই। বিসিবি যদি কোন ম্যাচ আয়োজন করতে পারে, সেটি আলাদা বিষয়। কিন্তু এখন পর্যন্ত সেই আলামত নেই। তার মানে মাশরাফির দেশের মাটিতে শেষ ম্যাচ হয়ে যেতে পারে। মিরাজ চান মাশরাফি আরও অনেকদিন খেলুক, ‘মাশরাফি ভাই অনেকদিন বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে। আমাদের চেষ্টা থাকবে। বলতে পারব না এটা লাস্ট ম্যাচ কিনা, আমরা চাই যে মাশরাফি ভাই আরও অনেকদিন খেলুক। এটাই আমি চাই। প্রতিটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মাশরাফি ভাই সেকথা সবসময় বলে। আর এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
×