ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুক্রবারই কি দেশের মাটিতে শেষ ম্যাচ মাশরাফির?

প্রকাশিত: ০৬:২৭, ১৩ ডিসেম্বর ২০১৮

 শুক্রবারই কি দেশের মাটিতে শেষ ম্যাচ মাশরাফির?

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে খেলতে পারেন। এমনই ধারণা করা হয়েছে। যদি তাই হয়, তাহলে শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে যে খেলতে নামবে বাংলাদেশ, এই ম্যাচটিই দেশের মাটিতে মাশরাফির শেষ ম্যাচ হবে। সত্যিই কী তাই হবে? মাশরাফি অবশ্য বিষয়টা নিয়ে এড়িয়ে যেতে চাইলেন। নিশ্চিতভাবে কোন জবাব দিলেন না। তিনি বলেছেন, ‘না, বলতে পারছি না। এখনই বলা কঠিন। হতেও পারে, নাও হতে পারে।’ যদি তাই হয়, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের দিন ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাশরাফির শেষ ওয়ানডে ম্যাচ খেলা হয়ে গেল। সেই কারণেই স্টেডিয়ামের বাইরে মাশরাফির জন্য অনেককে কাঁদতেও দেখা গেছে। তা জানতে পেরে মাশরাফিও আবেগ আপ্লুত হয়ে পড়েন। মাশরাফি জানান, ‘খুবই স্বাভাবিক। আমরাতো এমনি ইমোশনাল। (এটি) অবশ্যই স্পর্শ করবে। তারা কান্নাকাটি করছে, এটা দেখলে আমারও খারাপ লাগত। যেটা বললাম, আমরা এমনি একটু ইমোশনাল। এটা যতটা না ভাল লাগার, তাদের জন্য আমারও খারাপ লাগে। এটা একটা প্রক্রিয়া, একদিন না একদিন যেতে হবে। টি২০ থেকে বিদায় নিয়েছি বছরখানেক হয়ে গেছে। এখন ওয়ানডে ক্রিকেট খেলছি। আর কিছুদিন হয়তো খেলব। তবে এটাই শেষ ম্যাচ কি না এখনই বলা কঠিন। আমি আপনাদের অনেকবারই বলেছি, কখনও কিছু ঠিক করে কাজ করি না। এমনই হতে পারে, পরের ম্যাচ খেলে ভাল লাগছে না, ছেড়েও দিতে পারি। আমার মন তাৎক্ষণিকভাবে যা সায় দেয়, সেটাই করি। এভাবে কিছু বলা আমার জন্যও কঠিন। তবে এসব আমাকে অবশ্যই আবেগাক্রান্ত করে। এসব ঘটলে উভয়েরই (মাশরাফি ও দর্শক) মন কিছুটা নরম হয়ে যায়। এটা যত ভাল অনুভূতি হোক, কিছুটা খারাপও লাগে।’ মাশরাফি জানাতে পারেননি। মেহেদী হাসান মিরাজও মাশরাফির দেশের মাটিতে শেষ ওয়ানডে নিয়ে কিছু বলতে পারেননি। তাতে বোঝাই যাচ্ছে, দলের ক্রিকেটারদের সঙ্গে মাশরাফি এ বিষয়ে কোন কথাই বলেননি। ২০১৯ সালের আগে দেশের মাটিতে কোন ওয়ানডে খেলা নেই। যা খেলা হবে তা দেশের বাইরে। বিসিবি যদি কোন সিরিজ আয়োজন করে সেক্ষেত্রে দেশের মাটিতে কোন ওয়ানডে ম্যাচ মাশরাফির আবার খেলা হতে পারে। কিন্তু সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর বিপিএল হবে। এরপর নিউজিল্যান্ডে খেলতে যাবে বাংলাদেশ। তারপর আয়ারল্যান্ড হয়ে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলসে বিশ্বকাপ খেলতে নামবেন মাশরাফি। মাঝে এপ্রিলে ফাঁকা সময় আছে। সেই সময় যদি কোন খেলা দেশের মাটিতে হয় তাহলে হতেও পারে। তবে দলে মাশরাফিকেও আরও বহুদিন চান মিরাজ। বুধবার মিরাজ জানিয়েছেন, ‘মাশরাফি ভাই অনেকদিন বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে। আমাদের চেষ্টা থাকবে। বলতে পারব না এটা লাস্ট ম্যাচ কিনা, আমরা চাই যে মাশরাফি ভাই আরও অনেকদিন খেলুক। এটাই আমি চাই। প্রতিটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মাশরাফি ভাই সেকথা সবসময় বলে। আর এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
×