ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শক্তিশালী থাইল্যান্ডই রুখে দিল বাংলাদেশকে?

প্রকাশিত: ০৬:২৮, ১৩ ডিসেম্বর ২০১৮

 শক্তিশালী থাইল্যান্ডই রুখে দিল বাংলাদেশকে?

স্পোর্টস রিপোর্টার ॥ শক্তির বিচারে প্রতিপক্ষ অনেক ব্যবধানে এগিয়ে। ফলে মাঠের খেলায় সেই প্রতিপক্ষই জিতবে এমনটাই স্বাভাবিক। কিন্তু থাইল্যান্ডের বুরিনামে বুধবার দেখা গেছে ভিন্ন দৃশ্য। উয়েফা এ্যাসিস্ট মিনি টুর্নামেন্ট প্রজেক্টের অধীনে চার জাতি ফুটবল প্রতিযোগিতায় (অনুর্ধ-১৫ কিশোর) শক্তিশালী ও স্বাগতিক থাইল্যান্ডই বরং রুখে দিয়েছে দুর্বল বাংলাদেশকে। এই আসরে শুরুটা বড় হার দিয়ে হয়েছিল বাংলাদেশ দলের। সোমবার তারা ৪-০ গোলে বিধ্বস্ত হয় ইউরোপের দেশ সাইপ্রাসের কাছে। আগামী ১৪ ডিসেম্বর বাংলাদেশের কিশোররা তাদের শেষ ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপের। এই ম্যাচে জয়ের আশা করছে লাল-সবুজরা। উয়েফা সম্প্রতি তাদের মিনি প্রজেক্ট হিসেবে এই ধরনের টুর্নামেন্ট চালু করেছে। যাতে এশিয়া জোন থেকে তিনটি এবং ইউরোপ জোন থেকে একটি দল খেলবে। লীগ পদ্ধতির এই আসরে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটিই চ্যাম্পিয়ন বলে বিবেচিত হবে। বুধবারের ম্যাচে বাংলাদেশের কিশোররা ছিল দুর্দান্ত। অপেক্ষাকৃত শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে সমানতালে লড়াই করে মেহেদীরা। ম্যাচের ৩৪ মিনিটে ইবনে আহাদের ক্রসে হেডের মাধ্যমে গোল করে আশিকুর রহমান (১-১)। ম্যাচের ৪৫ মিনিটে গোল পরিশোধ করে স্বাগতিকরা। সতীর্থের কর্নারে উড়ে আসা বলে লাফিয়ে ওঠে চুন্নাপাত বুয়াপানি যে হেড নেয় তা চলে যায় বাংলাদেশের জালে (১-১)।
×