ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ড্র করেও বেয়ার্ন মিউনিখের রেকর্ড স্পর্শ বার্সিলোনার

ইন্টারের বিদায়, নকআউটে টটেনহ্যাম

প্রকাশিত: ০৬:২৯, ১৩ ডিসেম্বর ২০১৮

 ইন্টারের বিদায়, নকআউটে টটেনহ্যাম

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্টার মিলানকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের নকআউট রাউন্ড নিশ্চিত করেছে টটেনহ্যাম হটস্পার। আর শেষ গ্রুপ ম্যাচে জয়হীন থেকেও রেকর্ড গড়েছে স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনা। মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে ন্যুক্যাম্পে স্বাগতিক বার্সিলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে অতিথি ইংলিশ ক্লাব টটেনহ্যাম। এ কারণে গ্রুপের আরেক ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল হল্যান্ডের পিএসভি আইন্দহোভেনকে হারাতে পারলেই সেরা ষোলোর টিকেট পেয়ে যেত ইন্টার মিলান। কিন্তু জয় দূরে থাক, ঘরের মাঠে হারতে হারতে ১-১ গোলে ড্র করে তারা। যে কারণে গ্রুপপর্বে বাদ পড়ে এখন ইউরোপা লীগে খেলতে হবে ইন্টারকে। গ্রুপপর্বের খেলা শেষে টটেনহ্যাম ও ইন্টার সমান ৮ পয়েন্ট করে পেয়েছে। মুখোমুখি লড়াইয়ে নিজেদের মাঠে জিতেছে টটেনহ্যাম ও ইন্টার। তবে প্রতিপক্ষের মাঠে গোল করায় নকআউট পর্বের টিকেট পেয়েছে মাওরিসিও পচেত্তিনোর টটেনহ্যাম। আগেই গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করা বার্সিলোনার পয়েন্ট সর্বোচ্চ ১৪। আগেই গ্রুপসেরা হয়ে যাওয়ায় টটেনহ্যামের বিপক্ষে সুপারস্টার লিওনেল মেসিসহ নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বেঞ্চে রেখে শুরুর একাদশ সাজান বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে। হাঁটুর চোটে দলেই ছিলেন না আরেক ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। সেরা দুই ফরোয়ার্ডের অনুপস্থিতিতে সপ্তম মিনিটে দারুণ এক গোলে বার্সিলোনাকে এগিয়ে নেন উসমান ডেম্বেলে। এরপর ম্যাচে ফিরতে একের পর এক আক্রমণ করে গেছে স্পার্সরা। কিন্তু কিছুতেই সফল হতে পারছিল না তারা। অবশেষে ৮৫ মিনিটে স্বস্তির গোল আদায় করে তারা। দারুণ শটে সমতা ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস। এ গোলেই সেরা ষোলো নিশ্চিত হয় পচেত্তিনোর দলের। এর ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টটেনহ্যামের কাছে টানা চার ম্যাচ অপরাজিত থাকল বার্সিলোনা। আগের তিন ম্যাচের দুটিতে জিতেছিল কাতালানরা। অপর ম্যাচটি ড্র হয়। এই ড্রয়ে চ্যাম্পিয়ন্স লীগে ঘরের মাঠে বেয়ার্ন মিউনিখের টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছে বার্সিলোনা। তাদের এ গৌরবের যাত্রা চলছে ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে। এই সময়ে নিজেদের মাঠে ২৬ ম্যাচ জিতেছে তারা, ড্র করেছে তিনটি। সর্বশেষ তারা হেরেছে ২০১২-১৩ আসরের সেমিফাইনালের ফিরতি লেগে, রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে। আর ১৯৯৮ থেকে ২০০২ সালের মধ্যে জার্মান ক্লাব বেয়ার্ন মিউনিখ তাদের পূর্বের মাঠ মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামে রেকর্ডটি গড়েছিল। ম্যাচ শেষে নিয়মিত গোল করে চলা ডেম্বেলের উচ্ছ্বসিত প্রশংসা করেন বার্সা বস ভালভার্ডে। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের প্রশংসা করে তিনি বলেন, ডেম্বেলে দারুণ এক গোল করেছে। আমরা তাকে নিয়ে খুশি। আমরা বলেছি যে মৌসুম জুড়ে বিভিন্ন ঘটনা ঘটবে যা আমরা নিজেদের মধ্যেই ঠিক করার চেষ্টা করব। আমরা আশা করি, সে ও দলের বাকিরা আমাদের অনেক আনন্দ দিবে। ম্যাচের আগেরদিন অনুশীলনে ডেম্বেলে দুই ঘণ্টা দেরি করে এসেছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর আসে। এসব কিছু ক্ষমা করে দেয়া হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে কাতালান বস বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। তবে সে আমাদের সঙ্গেই আছে।
×