ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৬:৩৩, ১৩ ডিসেম্বর ২০১৮

 রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

বাংলানিউজ ॥ রোহিঙ্গা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এছাড়া মিয়ানমারের কাচিন ও কারেন প্রদেশের মানবাধিকার পরিস্থিতির ওপরও নজর রেখেছে দেশটি। বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক এ্যাম্বাসেডর এ্যাট লার্জ স্যামুয়েল ডি ব্রাউনব্যাক সাংবাদিকদের বিশেষ ব্রিফিং করেছেন। ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে ব্রাউনব্যাক বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন থেকে রোহিঙ্গা পরিস্থিতিতে শক্ত পদক্ষেপ নেয়া হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্র দফতরের সেক্রেটারি, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হ্যালি এবং আমি নিজে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গিয়েছি। সেখানের পরিস্থিতি দেখেছি।’
×