ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘বিএসএমএমইউতে লিভার ট্রান্সপ্লান্ট’

প্রকাশিত: ০৬:৩৩, ১৩ ডিসেম্বর ২০১৮

 ‘বিএসএমএমইউতে লিভার ট্রান্সপ্লান্ট’

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের শহীদ ডাঃ মিলন হলে বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক এ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক সার্জারি’ বিষয় লাইভ ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অচিরেই লিভার ট্রান্সপ্লান্ট চালু করা হবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পক্ষ থেকে হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক এ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগকে সব ধরনের সহায়তা দেয়া হবে। উপাচার্য এ সময় বলেন, লিনিয়ার এক্সিলেটর মেশিন না থাকায় ক্যান্সারে আক্রান্ত রোগীদের রেডিওথেরাপি দেয়া সম্ভব হচ্ছে না। -বিজ্ঞপ্তি
×