ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

একাদশ সংসদ নির্বাচন আরেকটি যুদ্ধ ॥ মেনন

প্রকাশিত: ০৬:৩৪, ১৩ ডিসেম্বর ২০১৮

 একাদশ সংসদ নির্বাচন আরেকটি যুদ্ধ ॥ মেনন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় যুদ্ধাপরাধী অনুপ্রবেশকারী রাজনৈতিক দলকে নির্বাচনী প্রচার করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এ ঘোষণা দেন। এর আগে জামায়াত প্রার্থীদের বয়কট ও জামায়াতী পৃষ্ঠপোষকতা বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এক বিক্ষোভ মিছিল বের করে ঢাবি ছাত্রলীগ। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে স্লোগান ৭১, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ, ডিবেটিং সোসাইটি, মাইম একশনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করেন। ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী রাশেদ খান মেননের সমাবেশের শেষের দিকে সংহতি প্রকাশ করেন। রাশেদ খান বলেন, যারা ৭১-এর প্রকৃত মুক্তিযুদ্ধ দেখেনি তাদের জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন আরেকটি যুদ্ধ হিসেবে উপনীত হয়েছে।
×