ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভরিপ্রতি এক হাজার টাকা কর দিয়ে অবৈধ স্বর্ণ বৈধ করার সুযোগ দেবে সরকার

প্রকাশিত: ০৬:৩৪, ১৩ ডিসেম্বর ২০১৮

ভরিপ্রতি এক হাজার টাকা কর দিয়ে অবৈধ স্বর্ণ বৈধ করার সুযোগ দেবে সরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভরিপ্রতি ১ হাজার টাকা কর নিয়ে সবধরনের অবৈধ স্বর্ণ বৈধ করার সুযোগ দেয়া হবে। এ লক্ষ্যে একটি স্বর্ণ মেলার আয়োজন করে শীঘ্রই দেশের সব অবৈধ স্বর্ণ বৈধ করার পরিকল্পনা করেছে সরকার। এছাড়া এক দশক পর বাংলাদেশ ব্যাংকে রক্ষিত স্বর্ণ নিলামে বিক্রি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই এসব স্বর্ণের নিলাম ডাকার সিদ্ধান্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে স্বর্ণ নীতিমালা-২০১৮ প্রণয়ন পরবর্তীতে ভ্যাট, ট্যাক্স নিরূপণ সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া, বাণিজ্য সচিব মোঃ মফিজুল ইসলাম, অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার প্রমুখ।
×